shono
Advertisement

‘খোকার ভবিষ্যদ্বাণীই সত্যি’, ‘দ্বিতীয় পুরুষ’-এর সংলাপেই ‘জওয়ান’ শাহরুখের প্রশংসা সৃজিতের

বক্সঅফিসে 'জওয়ান' ঝড়। কী বলছেন 'খোকার মালিক' সৃজিত?
Posted: 02:15 PM Sep 08, 2023Updated: 02:15 PM Sep 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘খোকা’ বলেছিল, “শারুখ ফিরবে, যখন ফিরবে তখন কেউ পার পাবে না! গুনে গুনে ফয়সালা হবে…”। ‘জওয়ান’কে (Jawan) স্বাগত জানাতে নিজের ছবি ‘দ্বিতীয় পুরুষ’-এর সেই সংলাপকেই ধার করলেন ‘খোকার মালিক’ সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)।

Advertisement

২০২০ সালে মুক্তি পেয়েছিল ‘দ্বিতীয় পুরুষ’। সেই ছবিতে অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ‘খোকা’ চরিত্র বছর দুয়েক পর গিয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। সেই ছবির এক দৃশ্যে খোকার সঙ্গে কথোপকথনে বলতে শোনা গিয়েছিল- শাহরুখের কোনও ছবি আজকাল আর চলে না। পালটা জবাবে খোকা বলেছিলেন, “শারুখ ফিরবে, যখন ফিরবে তখন কেউ পার পাবে না!” সৃজিতের ছবির সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হল। ‘জওয়ান’ একেবারে আগুন লাগিয়ে দিয়েছে বক্সঅফিসে।

প্রসঙ্গত, ‘পাঠান’ রিলিজের পরও সৃজিতের ‘খোকা’র সংলাপকে হাতিয়ার করেছিলেন শাহরুখ-ভক্তরা। মিমের বন্যা বয়ে গিয়েছিল নেটপাড়ায়। এবার ‘জওয়ান’-এর ক্ষেত্রেও তার অন্যথা হল না! কিং খানের এহেন বাদশাহী প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে খোদ পরিচালকও নিজের ছবির সংলাপকেই বেছে নিলেন।

[আরও পড়ুন: বাংলার বক্সঅফিসে ‘ব্র্যান্ড’ শাহরুখ, প্রথম দিনেই রাজ্যে দাপিয়ে ব্যাটিং ‘জওয়ান’-এর, আয় কত?]

প্রসঙ্গত, বৃহস্পতিবারই নবীনা সিনেমা হলে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। হল থেকে বেরিয়েও ‘জওয়ান’-এর ঘোর কাটেনি পরিচালকের। সোশ্যাল মিডিয়াতেই কতিপয় শব্দে রিভিউ দিলেন। কিং-ম্যাজিকে মুগ্ধ সৃজিতের মন্তব্য, “রাজনৈতিক সিনেমা। সেই সঙ্গে আমজনতার ছবিও। টেকনিক্যালিও দারুণ। ঠিক যেমনটা খোকা ভবিষ্যদ্বাণী করেছিল।- বাদশার প্রত্যাবর্তন।”

গোটা দেশের মতো কলকাতাও ‘জওয়ান’ (Kolkata Jawan Fever) জ্বরে আক্রান্ত। ভোর রাত থেকেই শহর তিলোত্তমার উত্তর থেকে দক্ষিণের প্রেক্ষাগৃহগুলির বাইরে লম্বা লাইন। ব়্যালি করে কিং-ভক্তরা সিনেমাহলে ভীড় জমিয়েছিল। আনোয়ার শাহ রোডের নবীনা সিনেমাহলে গিয়ে ভোরবেলার শো দেখে এসেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন বামনেতা শতরূপ ঘোষও। টলিউড তারকাদের মধ্যেও ‘জওয়ান’ উন্মাদনা তুঙ্গে।

[আরও পড়ুন: পুজোর রাতেও সিনেমা দেখার সুযোগ পাবেন, অভিনব উদ্যোগ কলকাতার এই হলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement