shono
Advertisement

রণতুঙ্গার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ভারতীয় মহিলার

বিপাকে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। The post রণতুঙ্গার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ভারতীয় মহিলার appeared first on Sangbad Pratidin.
Posted: 04:11 PM Oct 10, 2018Updated: 08:26 PM Oct 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: #Metoo-র ছায়া ক্যাম্পেনের জেরে এবার বিপাকে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনয়াক তথা বর্তমান মন্ত্রী অর্জুনা রণতুঙ্গা। অর্জুনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন এক ভারতীয় বিমানকর্মী। একটি ফেসবুক পোস্টে ওই বিমানকর্মী দাবি করেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক ভারত-শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন একটি হোটেলে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন।

Advertisement

[#MeToo বাণে বিদ্ধ গায়ক অভিজিৎ, বিস্ফোরক অভিযোগ বিমানসেবিকার  ]

ওই বিমানকর্মীর অভিযোগ ভারত-শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন একদিন হঠাৎ মুম্বইয়ের জুহুর একটি বিলাসবহুল হোটেলে তাঁর ও তাঁর বান্ধবীর সঙ্গে দেখা হয়ে যায় ক্রিকেটারদের। তাঁরা অটোগ্রাফ নেওয়ার জন্য ক্রিকেটারদের ঘরে যান। একে একে সব ক্রিকেটারের ঘরেই যান তাঁরা। ভারতীয় ক্রিকেটাররা তাঁদের যথেষ্ঠ সম্মানের সঙ্গেই অটোগ্রাফ দেন। কিন্তু রণতুঙ্গার ঘরে গিয়েই বিপত্তি বাধে। তরুণীর অভিযোগ রণতুঙ্গার ঘরে সেসময় ৭ জন ছিলেন। তাঁরা মদ্যপান করছিলেন। দুই তরুণী প্রবেশ করলে তাদেরও মদ্যপানের প্রস্তাব দেওয়া হয়। অভিযোগকারী মহিলার বান্ধবী সেই প্রস্তাবে সম্মত হলেও তিনি নিজে সম্মত হননি।

[যৌন হেনস্তার অভিযোগের জের, রণবীরের ছবি থেকে বাদ বিকাশ]

এরই মধ্যে সাত ক্রিকেটারের মধ্যে কোনও একজন ঘরের দরজাটা বন্ধ করে দেন। অভিযোগারী আতঙ্কিত হয়ে পড়েন। এরই মধ্য হঠাত করে পিছন থেকে নির্যাতিতাকে জাপটে ধরেন প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক। এরপরই মহিলার শরীরের একাধিক স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। ফেসবুক পোস্টে মহিলা জানিয়েছেন, রণতুঙ্গার আচরণে প্রথমে তিনি হতভম্ব হয়ে যান। পরে ধাতস্থ হয়ে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়কের পায়ে লাথি মারেন এবং তাঁকে এক ঝটকায় ফেলে দিয়ে ছুটে রিসেপশনে পালিয়ে যান। হোটের কর্তৃপক্ষকে ঘটনার কথা জানানো হলেও নাকি তাঁরা অভিযোগ নিতে অস্বীকার করে। রিসেপশনিস্ট জানান, “এটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যপার, এতে আমরা হস্তক্ষেপ করব না।”

[এবার ধর্ষণের অভিযোগ ‘সংস্কারি’ অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে]

#Metoo ক্যাম্পেনের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণির মহিলারা তাদের বিরুদ্ধে হওয়া যৌন হেনস্তার অভিযোগ প্রকাশ্যে আনছেন। ইতিমধ্যেই এম জে আকবর, অলোক নাথ, নানা পাটেকর, বিবেক অগ্নিহোত্রী, বিকাশ বহেল, রজত কাপুরদের মতো ব্যক্তিত্বের বিরুদ্ধে উঠেছে হেনস্তার অভিযোগ। এর আগে ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টাও একই অভিযোগ করেছে। #MeToo ক্যাম্পেনকে সমর্থন করেছেন আরেক ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুও। 

The post রণতুঙ্গার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ভারতীয় মহিলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement