সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই পড়ুয়ার মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পরে নতুন করে উত্তপ্ত মণিপুর (Manipur)। শুরু হয়েছে হিংসাত্মক প্রতিবাদ। ফের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে শান্তি ফেরাতে জম্মু-কাশ্মীরের ‘সিংহম’ পুলিশকর্তা রাকেশ বালওয়ালকে (Rakesh Balwal) উত্তরপূর্বের রাজ্যে পাঠাচ্ছে কেন্দ্র। ইতিমধ্যে এই বিষয়ে নির্দেশ দিয়েছে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রক।
মণিপুরে (Manipur) ইন্টারনেট পরিষেবা ফিরতেই ভাইরাল হয় দুই পড়ুয়ার মৃতদেহের ছবি। গত জুলাই মাস থেকে নিখোঁজ ছিল তারা। দুমাস পরে প্রকাশ্যে এসেছে তাদের মৃতদেহের ছবি। ইতিমধ্যেই মণিপুর সরকারের তরফে জানানো হয়েছে, দুই পড়ুয়ার মৃত্যুর তদন্ত করবে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে প্রশ্ন উঠছে, নিখোঁজ হওয়ার পর এতদিন কেন দুই পড়ুয়ার সন্ধান দিতে পারেনি রাজ্য প্রশাসন? এর জেরেই নতুন করে উত্তপ্ত হয়েছে উত্তরপূর্বের রাজ্যে। শুরু হয়েছে হিংসাত্মক প্রতিবাদ।