shono
Advertisement

Jhoome Jo Pathaan: ‘বেশরম রং’বিতর্কের মাঝে প্রকাশ্যে ‘পাঠান’ছবির দ্বিতীয় গান, ঝড় তুললেন শাহরুখ

গান মুক্তির মাত্র কয়েকঘণ্টার মধ্যে হু হু করে বাড়ছে ভিউ।
Posted: 12:46 PM Dec 22, 2022Updated: 12:53 PM Dec 22, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ-দীপিকার ‘বেশরম রং’ গান নিয়ে বিতর্কের শেষ নেই। তারই মাঝে মুক্তি পেল ‘পাঠান’ ছবির দ্বিতীয় গান। অরিজিৎ সিং ও সুকৃতীর গাওয়া গানে স্ক্রিনে ঝড় তুললেন কিং খান। যা দেখে মুগ্ধ অনুরাগীরা। প্রকাশ্যে আসামাত্রই ভাইরাল ‘ঝুমে জো পাঠান’।

Advertisement

সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবির দ্বিতীয় গান যে অরিজিৎ সিং গাইবেন, তা আগেই জানিয়েছিলেন শাহরুখ। #AskSRK অনুষ্ঠানে এক অনুরাগীর প্রশ্নের জবাবে তা খোলসা করেছিলেন তিনি। কিং খানের ঘোষণার কোনও পরিবর্তন হল না। বৃহস্পতিবার ‘ঝুমে জো পাঠান’ গান মুক্তির পরই শোনা গেল অরিজিৎ সিংয়ের গলা। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন সুকৃতী। গানটির সুর দিয়েছেন বিশাল-শেখর। গানের কথা কুমারের লেখা।

[আরও পড়ুন: ‘সঠিক সম্মান দেওয়া হয়নি’, ফিল্ম ফেস্টিভ্যালে মিঠুনের আমন্ত্রণ না পাওয়া নিয়ে ক্ষোভ দেবশ্রীর]

চরিত্রের প্রয়োজনে নিজেকে যে বারবার ভেঙে গড়ে প্রস্তুত করেছেন শাহরুখ, তার আরও একবার প্রমাণ মিলল ‘ঝুমে জো পাঠান’ গানে। একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন কিং খান। একটানা প্রায় চার বছর পর আবারও স্ক্রিনে নাচতে দেখা গেল বাদশাহকে। শাহরুখকে দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। গান মুক্তির মাত্র কয়েকঘণ্টার মধ্যে হু হু করে বাড়ছে ভিউ। গান শেয়ারও হচ্ছে ঝড়ের গতিতে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর প্রকাশ্যে আসে ‘বেশরম রং’। তাতেই তোলপাড় নেটদুনিয়া। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট পাঠান’। নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দিয়েছে। ‘পাঠান’ ছবির গান ও বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন বিজেপি নেতাদের অনেকেই।

ছবির বিরোধিতায় সুর চড়িয়েছেন সিপিএম নেতাও। সমালোচনা যেমন হয়েছে, তেমনই গানটির সমর্থনেও সুর চড়িয়েছেন কেউ কেউ। ‘পাঠান’ বিতর্কে বিজেপিকে পালটা কটাক্ষ করেছেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানও। বিতর্কের মাঝে ‘পাঠান’ ছবির দ্বিতীয় গান নিয়ে উন্মাদনা তুঙ্গে।

[আরও পড়ুন: লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিকে মাধবী ও সাবিত্রী, আসছে ‘সোনায় সোহাগা’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement