সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা বিশ্বে শাহরুখ খানের ‘জওয়ান’-এর (Jawan) জয়জয়কার। ১১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে অ্যাটলি পরিচালিত ছবি। এবার লড়াই আন্তর্জাতিক মঞ্চে। অস্ট্রেলিয়ান সাবস্ক্রিপশন টেলিভিশন অ্যান্ড রেডিও অ্যাসোসিয়েশন তথা ASTRA অ্যাওয়ার্ডসে মনোনীত বাদশার ছবি।
৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ‘জওয়ান’। মুক্তির দিনই একশো কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলে শাহরুখের (Shahrukh Khan) ছবি। তার পর যেন বক্স অফিসে সুনামি আসে। তিনশো কোটি টাকা বাজেটে তৈরি ছবি ১,১৪৮ কোটি টাকা আয় করেছে। সেই ছবি এবার আন্তর্জাতিক মঞ্চে একাধিক বিদেশি ছবিকে টক্কর দেবে।
[আরও পড়ুন: খুশি কাপুর ভালো নাকি সুহানা খান, কতটা দাগ কাটল স্টারকিডদের ‘দ্য আর্চিস’? পড়ুন রিভিউ]
২০২৪ সালের ASTRA অ্যাওয়ার্ডসের (ASTRA Awards 2024) সেরা ফিচার ক্যাটাগোরিতে মনোনয়ন পেয়েছে ‘জওয়ান’। এখানে শাহরুখের ছবির লড়াই ফ্রান্সের ‘অ্যানাটমি অফ আ ফল’, দক্ষিণ কোরিয়ার ‘কংক্রিট ইউটোপিয়া’, ফিনল্যান্ডের ‘ফলেন লিভস’, জাপানের ‘পারফেক্ট ডেজ’, মেক্সিকোর ‘র্যাডিক্যাল’, স্পেনের ‘সোসাইটি অফ দ্য স্নো’, জার্মানির ‘দ্য টিচার্স লাউঞ্জ’-এর মতো সিনেমার সঙ্গে।
এই অ্যাওয়ার্ডেরই আবার অন্যান্য ক্যাটাগোরিতে মনোনীত ‘বার্বি’, ‘ওপেনহাইমার’-এর মতো সিনেমা। এর মধ্যে গ্রেটা গারউইগের ‘বার্বি’ পেয়েছে ১৫টি মনোনয়ন। আর ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’-এর ঝুলিতে ১৪টি নমিনেশন। তবে শাহরুখভক্তরা ‘জওয়ান’-এর জয়ের আশাতেই বুক বাঁধছেন।