shono
Advertisement

চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, অভিযুক্ত বিজেপি নেতা

রবিবার বিধাননগর উত্তর থানায় জয়প্রকাশের বিরু‌দ্ধে লিখিতভাবে প্রতারণার অভিযোগ জানান অরূপ রতন রায় নামে এই আন্দোলনকারী৷ The post চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, অভিযুক্ত বিজেপি নেতা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:47 PM Aug 29, 2016Updated: 12:35 PM Aug 29, 2016

স্টাফ রিপোর্টার: বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে‌ লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ জানালেন এসএসসি আন্দোলনকারী এক ব্যক্তি৷ রবিবার বিধাননগর উত্তর থানায় জয়প্রকাশের বিরু‌দ্ধে লিখিতভাবে প্রতারণার অভিযোগ জানান অরূপ রতন রায় নামে এই আন্দোলনকারী৷ তাঁর অভিযোগ, সুপ্রিম কোর্টে তাঁদের হয়ে  মামলার ব্যবস্থা করে দেবেন বলে ৭ লাখ ২০ হাজার টাকা নিয়েছিলেন জয়প্রকাশ৷  তারপর বেশ কয়েকবছর পার হয়ে গেলেও মামলার ব্যবস্থা করেননি তিনি৷ টাকা ফেরতেরও নাম করছেন না৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন জয়প্রকাশ মজুমদার৷

Advertisement

অভিযোগ, ২০১২ সালের আগস্ট মাসে এসএসসিতে প্যানেলভূক্ত হওয়ার পরও চাকরি না পাওয়ায় অনশনে বসেছিলেন অরূপ ও তাঁর বেশ কয়েকজন সঙ্গী৷ সেই মঞ্চে দেখা করতে আসেন তৎকালীন কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার৷ সুপ্রিম কোর্টে মামলা করতে আন্দোলনকারীদের উপদেশ দেন তিনি৷ মামলা লড়ার প্রতিশ্রূতিও দেন অরূপদের৷ সুপ্রিম কোর্টে মামলা লড়ার ব্যবস্থা করে দিতে প্রথমে ৪ লাখ টাকা তাঁকে দেয় বলে জানিয়েছে অরূপ৷ তারপর আরও তিন লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় বলে অভিযোগ৷ খেপে খেপে টাকা নেওয়ার পর তাঁদের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন ওই নেতা৷ বন্ধ করে দেন ফোন ধরাও৷ বাধ্য হয়েই জয়প্রকাশ মজুমদারের বাড়িতে গিয়েছিলেন তাঁরা৷ কিন্তু দেখা মেলেনি৷ অরূপের দাবি, নিরুপায় হয়েই অভিযোগ জানিয়েছেন পুলিশে৷

যদিও এই অভিযোগ ‘সর্বৈব মিথ্যা’ বলে জানিয়েছেন জয়প্রকাশ মজুমদার৷ তিনি বলেছেন, “আইনের সঙ্গে যুক্ত নন এমন একজনকে কেন টাকা দিয়েছেন আন্দোলনকারীরা জিজ্ঞেস করুন৷ এতে গভীর ষড়যন্ত্র আছে৷’’ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, অভিযোগ প্রমাণিত হলে পার্টি অবশ্যই এই বিষয়ে ভাবনাচিন্তা করবে৷

The post চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, অভিযুক্ত বিজেপি নেতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement