shono
Advertisement

Breaking News

২০ হাজারের বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ রাজ্যে, তিন ধাপে হবে পরীক্ষা

কী কী নিয়ম বদলাচ্ছে শিক্ষক নিয়োগের পরীক্ষায়?
Posted: 08:02 PM May 07, 2022Updated: 08:02 PM May 07, 2022

দীপঙ্কর মণ্ডল: ২০ হাজারেরও বেশি পদে শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) করতে চলেছে রাজ্য সরকার। আগে যে নিয়মে নিয়োগ হত তাতেও আসছে বদল। শিক্ষক নিয়োগে এবার থাকবে তিনটি ধাপ। প্রিলিমিনারি, মেইন তারপর ইন্টারভিউ। এই তিনটি ধাপে পাশ করলে মিলবে চাকরি। গোটা প্রক্রিয়ায় আগের মতই দায়িত্বে থাকবে স্কুল সার্ভিস কমিশন (SSC)। স্কুলশিক্ষা দপ্তর সূত্রে খবর, চলতি মাসেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।

Advertisement

নবম-দশম ও একাদশ-দ্বাদশ, আপাতত এই দুই ধাপের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি। ফর্ম কবে থেকে দেওয়া শুরু, তার দাম কত, কবে পরীক্ষা এবং চূড়ান্ত শূন্য পদ কত তা বিজ্ঞপ্তিতে জানানো হবে। সূত্রের খবর, নবম-দশম স্তরে রয়েছে প্রায় ১৪ হাজার শূন্যপদ। একাদশ-দ্বাদশ স্তরের শূন্যপদ ৬ হাজারের কিছুটা বেশি। ৫ মে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছিলেন, “দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে হবে নিয়োগ।” ইতিমধ্যে তিনি জানিয়েছেন, ২০১৬ সালের এসএসসি প্যানেলের মেয়াদ বেড়েছে। ৬,৮৬১ টি নতুন পদ তৈরি হয়েছে। নবম-দশম, একাদশ- দ্বাদশ, শারীরশিক্ষা ও কর্মশিক্ষা মিলিয়ে এই সংখ্যক শিক্ষক আলাদাভাবে নিয়োগ করবে সরকার। যদিও কলকাতার ধর্মতলা চত্বরে আলাদা তিনটি ক্যাম্পে আন্দোলনকারীরা নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

[আরও পড়ুন: বাড়ছে রাজনীতিতে যোগের জল্পনা? শাহর সঙ্গে নৈশভোজের পরদিনই এক মঞ্চে সৌরভ-ফিরহাদ]

উচ্চ প্রাথমিকে নতুন করে শিক্ষক নিয়োগ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ঠিক হয়েছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে যত দ্রুত সম্ভব শিক্ষক নিয়োগ করা হবে। সেই কাজে নিয়োগের নিয়মে পরিবর্তন আনছে এসএসসি। নয়া নিয়ম তৈরির কাজ প্রায় শেষ। কমিশন (School Service Commission) সূত্রে খবর, ২০২০ সালে নিয়োগের যে নিয়ম তৈরি হয়েছিল, তা থাকবেনা। পরীক্ষা হবে ওএমআর শিটে (OMR Sheet)। প্রিলিমিনারি পরীক্ষা হবে ১০০ নম্বরের। এই পরীক্ষায় পাস করলে বসা যাবে মেন বা বিষয়ের পরীক্ষায়। বিষয়ের পরীক্ষাও হবে ওএমআর শিটে। সেই পরীক্ষাও হবে ১০০ নম্বরের। এরপর ইন্টারভিউ হবে ১০ নম্বরের। পাশাপাশি আগের মত দেখা হবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতকস্তরে প্রাপ্ত নম্বর। নয়া পদ্ধতিতে পরীক্ষার মূল্যায়ন দ্রুততার সঙ্গে করা যাবে বলে মনে করছে কমিশন। পাশাপাশি স্ব-শাসিত এই সরকারি সংস্থার মত, নয়া ব্যবস্থায় নিয়োগ পদ্ধতি হবে আরও স্বচ্ছ।

[আরও পড়ুন: ধেয়ে আসছে ‘অশনি’, ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা, কোন কোন জেলায় প্রভাব?]

৬ বছর পর এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে চলেছে। গত বৃহস্পতিবার সরকারের বর্ষপূর্তির দিনে কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানায়, শীঘ্রই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে। সেই নিয়োগে শূন্য শিক্ষকপদ কত তা প্রায় চূড়ান্ত। কীভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, কমিশন চলতি মাসেই জানাতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement