shono
Advertisement
Mamata Banerjee

'রামনবমীতে দাঙ্গা করে অশান্তি বাঁধানোর চেষ্টা করবেন না', 'জুমলা' পার্টিকে হুঁশিয়ারি মমতার

'মানুষের মধ্যে বিভাজনের জন্য, দাঙ্গা লাগানোর জন্য ওরা নতুন ধর্মের আমদানি করেছে', অভিযোগ মমতার।
Published By: Subhajit MandalPosted: 05:40 PM Apr 02, 2025Updated: 05:40 PM Apr 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামনবমীতে অশান্তি বাঁধানোর ছক! বিজেপির 'গেমপ্ল্যান' নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তাঁর কড়া হুঁশিয়ারি, "দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে না। বাংলার মানুষ আর যা-ই হোক, দাঙ্গা সহ্য করবে না। বাংলা সংস্কৃতির জন্ম দেয়। আমরা রামকৃষ্ণকে মানি, জুমলা পার্টিকে নয়।"

Advertisement

বুধবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মনে করালেন, রাজ্যে ইদ শান্তিপূর্ণভাবে মিটেছে। আগামী দিনে যে ধর্মীয় অনুষ্ঠানগুলি আসছে সেগুলিও যেন শান্তিপূর্ণভাবে মেটে। মুখ্যমন্ত্রী বলছেন, "আমি চাই ইদের মতো রামনবমী, অন্নপূর্ণা পুজোও শান্তিপূর্ণভাবে মিটুক।" বিজেপির উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, "গৈরিকীকরণ ও রক্তিমকরণকে মেলাবেন না। জুমলা পার্টিকে বলব বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো করুন ধর্ম মানেই কর্ম, মানবিক হোন, দানবিক হবেন না।"

মুখ্যমন্ত্রীর অভিযোগ, রামনবমীতে পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন, "মানুষের মধ্যে বিভাজনের জন্য, দাঙ্গা লাগানোর জন্য ওঁরা নতুন ধর্মের আমদানি করেছে। এই ধর্ম রামকৃষ্ণের নয়, স্বামী বিবেকানন্দের নয়, এই ধর্ম তপোবনের নয়, বেদ বেদান্তের নয়। দয়া করে দাঙ্গা করে অশান্তি পাকানোর চেষ্টা করবেন না। এটা ওদের গেমপ্ল্যান।" মমতা মনে করান, "গান্ধীজি দাঙ্গা থামাতে গিয়ে দেশ স্বাধীন হওয়ার আগে অনশন করেছিলেন। এসব আমরা ভুলে যাব?" বস্তুত ছাব্বিশের নির্বাচনের কথা মাথায় রেখে, রাজ্যে রামনবমীকে কেন্দ্র করে হিন্দুত্বের জোয়ার আনতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যে রাজ্যজুড়ে সুপরিকল্পিত প্রচার শুরু হয়েছে। গেরুয়া শিবিরের বিভিন্ন শাখা সংগঠন এবং ধর্মীয় সংগঠনের নামে এই ব্যানার কোটি কোটি টাকা খরচ করে পোস্টার, ব্যানারে ছয়লাপ রাজ্যের বিভিন্ন প্রান্তে। রামনবমী উপলক্ষে অন্তত ১ কোটি মানুষকে রাস্তায় নামানোর ছক গেরুয়া শিবিরের। মুখ্যমন্ত্রীর অভিযোগ, সুপিরিকল্পিতভাবে রাজ্যের শান্তি বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে। যদিও ধর্মপালনে যে তাঁর কোনও আপত্তি নেই সেটাও স্পষ্ট করে দিয়েছেন মমতা। তিনি আহ্বান জানিয়েছেন, ধর্মপালন হোক নিয়ম এবং প্রশাসনের নির্দেশ মেনে।

সম্প্রতি মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে অশান্তির চেষ্টা করেছিল গুটিকয়েক বিক্ষোভকারী। সেই 'রাম-বাম' সদস্যদেরও এদিন নিশানা করেছেন মমতা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, "আমাকে বিদেশে প্রশ্ন করবে আমি হিন্দু কিনা, আমি বিজেপিকে জবাব দিতে বাধ্য নই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুখ্যমন্ত্রীর অভিযোগ, রামনবমীতে পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি।
  • মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন, "মানুষের মধ্যে বিভাজনের জন্য, দাঙ্গা লাগানোর জন্য ওঁরা নতুন ধর্মের আমদানি করেছে।"
  • মুখ্যমন্ত্রী বলছেন, "আমি চাই ইদের মতো রামনবমী, অন্নপূর্ণা পুজোও শান্তিপূর্ণভাবে মিটুক।"
Advertisement