shono
Advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় ফের মণীশ জৈনকে তলব সিবিআইয়ের, বৃহস্পতিবার হাজিরার নির্দেশ

পার্থ চট্টোপাধ্যায়ের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।
Posted: 09:31 AM Jun 14, 2023Updated: 08:54 AM Jun 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় ফের শিক্ষাসচিব মনীশ জৈনকে তলব সিবিআইয়ের। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক ধৃতের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হবে মণীশ জৈনকে।

Advertisement

নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় গোটা বাংলা। প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক জেলবন্দি। তাঁদের জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূ্র্ণ তথ্য পেয়েছেন সিবিআই আধিকারিকরা। শোনা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই ফের তলব করা হয়েছে মনীশ জৈনকে। নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি তাঁর কোনও যোগ ছিল কি না, সে বিষয়ে আধিকারিকরা স্পষ্টভাবে কিছু জানাননি। তবে মনীশ জৈন গোটা বিষয়টা জানতেন বলেই ধারণা সিবিআইয়ের। একাধিক ফাইলেও নাকি সই মিলেছে তাঁর। ফলত আগামিকাল জিজ্ঞাসাবাদ করলে এই সংক্রান্ত তথ্য মিলবে বলেই আশাবাদী তদন্তকারীরা।

[আরও পড়ুন: ‘সুতির শাড়ি হাতে আদ্যাপীঠে পুজো দিতে এসেছিলেন মা, কিন্তু…’, চোখে জল আনা স্মৃতিচারণা মমতার]

এর আগে গতবছর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে নিজাম প্যালেসে যান রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন। প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বের হন শিক্ষাসচিব। সেই সময় জানা গিয়েছিল, নিয়োগ সংক্রান্ত একাধিক কাগজপত্রে মণীশ জৈনের সই রয়েছে তাঁর।

[আরও পড়ুন: বাড়ানো হল না মনোনয়নের সময়সীমা, স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী, রায় হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement