কলহার মুখোপাধ্যায়: আপার প্রাইমারি (Upper Primary) বা উচ্চ প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য যাঁরা অনলাইনে নথি জমা করেছিলেন বুধবার তাঁদের নম্বর এবং আনুষাঙ্গিক তথ্য প্রকাশের নির্ঘণ্ট প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। বৃহস্পতিবার দুপুর ১২ টায় কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২১ জুন স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ তালিকা প্রকাশের পর তাতে নানা অসঙ্গতির অভিযোগে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করা হয়। সেই মামলার পরবর্তী শুনানিতে গত ২ জুলাই আদালত ইন্টারভিউ লিস্টে যেসব প্রার্থীর নাম রয়েছে তাঁদের সঙ্গে ভেরিফিকেশনে অংশগ্রহণকারী প্রত্যেকের ব্রেকআপ স্কোর আগামী ৭ দিনের মধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেয়।
[আরও পড়ুন: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৯৮২, দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে দার্জিলিং]
আদালতের নির্দেশে আরও বলা হয়েছিল, যাঁরা নথি আপলোডের কারণে বাতিল হয়েছেন তাঁদেরও বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। কী কারণে তাঁরা ডাক পাননি সেটাও জানাতে হবে। আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছিল, নম্বর প্রকাশ করলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সম্পূর্ণ নম্বর-সহ তালিকা প্রকাশ করতে ৭ দিন সময় লাগবে বলে কমিশনের তরফে আবেদন জানানো হয়েছিল আদালতের কাছে। বিস্তারিত তালিকা প্রকাশ করার পর আদালত সিদ্ধান্ত গ্রহণের ইঙ্গিত দেয়। সম্পূর্ণ তালিকা প্রকাশের পর আদালতের নির্দেশের দিকে তাকিয়ে প্রার্থীরা।