স্টাফ রিপোর্টার: ভেটকি মাছ খেতে গিয়েই বিপত্তি! ৩ ইঞ্চি লম্বা কাঁটা ১৬ দিন আটকে ছিল এক প্রৌঢ়ার গলায়। কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত খাদ্যনালি! এমন মারাত্মকভাবে গলা ফুলেছিল যে মাথা নাড়াতে পারছিলেন না। সেই ‘যমকাঁটা’ বের করল এসএসএকেএম হাসপাতালের ইএনটি বিভাগ। চিকিৎসকদের দক্ষতায় এযাত্রা প্রাণে বাঁচলেন ৫৭ বছরের রোকেয়া বিবি।
ঘটনার সূত্রপাত গত ২৯ অক্টোবর। দুপুরে ভাত খেতে বসে আয়েশ করে ভেটকি মাছ খাচ্ছিলেন রোকেয়া বিবি। একটা বড় টুকরো পুরোটাই মুখে নিয়েছিলেন বসিরহাটের ওই প্রৌঢ়া। চিবিয়ে খাওয়ার সময় ছোট কাঁটাগুলো বের করেন। প্রায় তিন ইঞ্চি লম্বা একটি কাঁটা গলায় আটকে যায়। প্রথম দিকে তেমন গুরুত্ব দেননি। দিনকয়েক পরে শুরু হয় অসহ্য যন্ত্রণা। ব্যথা এতটাই মারমুখী হতে থাকে যে মাথা, ঘাড় ঘোরাতেই পারছিলেন না। গত শুক্রবার স্থানীয় চিকিৎসকের কাছে যান। তিনি এক্স রে করে কাঁটার অবস্থান বুঝে সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালের ইএনটি বিভাগে পাঠান।
[আরও পড়ুন: ডায়মন্ড হারবারে শুটআউট, দিদির শ্বশুরবাড়িতে গিয়ে খুন ভাই]
[আরও পড়ুন: কোলে বসিয়ে মোবাইল চার্জ, বিস্ফোরণে ছিন্নভিন্ন অণ্ডকোষ]