shono
Advertisement

হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন মোদি, অটল ঘাটের সেই সিঁড়ি সংস্কার করছে প্রশাসন

সিঁড়িটির সমস্যার জন্যই পড়ে যান মোদি? The post হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন মোদি, অটল ঘাটের সেই সিঁড়ি সংস্কার করছে প্রশাসন appeared first on Sangbad Pratidin.
Posted: 04:35 PM Dec 18, 2019Updated: 09:04 PM Dec 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানপুরের অটল ঘাটের সিঁড়িতে সংস্কারের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। গত ১৪ ডিসেম্বর ওই ঘাটে গিয়েই পা হড়কে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি যে সিঁড়িটি দিয়ে উঠছিলেন, তার সবকটি ধাপই সংস্কার করা হবে।

Advertisement


জাতীয় গঙ্গা পরিষদের প্রথম বৈঠকে যোগ দিতে শনিবার উত্তরপ্রদেশের কানপুরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকের পর গঙ্গাবক্ষে লঞ্চে করে ঘুরে প্রকল্পের কাজ খতিয়ে দেখেন। তারপর গঙ্গার ঘাটে ফিরতেই বেধে যায় বিপত্তি। লঞ্চ থেকে নেমে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময়ে আচমকা পা হড়কে পড়ে যান প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে তোলেন পাশে থাকা নিরাপত্তারক্ষীরা। প্রধানমন্ত্রীর কোনও চোট-আঘাত না লাগলেও, এই ঘটনা নিয়ে রীতিমতো সোরগোল পড়ে যায়। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হঠাৎই প্রধানমন্ত্রীর হোঁচট খাওয়ার সেই ভিডিও-ও রীতিমতো ভাইরাল।

[আরও পড়ুন: সিলমপুরে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ছয় বিক্ষোভকারী, এলাকায় জারি ১৪৪ ধারা ]


কিন্তু কেন হঠাৎ পড়ে গেলেন প্রধানমন্ত্রী? সে প্রশ্নের উত্তর নেই কারও কাছে। কারণ খুঁজতে গিয়ে প্রশাসনের মনে হয়েছে, ওই সিঁড়িটির সংস্কার করা প্রয়োজন। প্রশাসন সূত্রের খবর, যে সিঁড়িটি দিয়ে প্রধানমন্ত্রী উপরে উঠছিলেন, তার একটি ধাপে সমস্যা রয়েছে। কানপুরের ডিভিশনার কমিশনার সুধীর বোবদে বলছেন, “সিঁড়িটির একটিমাত্র ধাপ উচ্চতায় অসমান। ওই ধাপটিকে প্রথমে গুড়িয়ে দেওয়া হবে। এবং নতুন করে তৈরি করা হবে। অন্য ধাপগুলিকেও সেইমতো সাজাতে হবে। আমি নির্মাণ সংস্থাকে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব ওই সিঁড়ির ধাপগুলি একই উচ্চতার করে দিতে।”

[আরও পড়ুন: খারিজ অক্ষয় ঠাকুরের আবেদন, নির্ভয়া কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট]


প্রশাসন সূত্রের খবর, যে সিঁড়িটি দিয়ে প্রধানমন্ত্রী উঠছিলেন তার ৯ নম্বর ধাপটিতে সমস্যা ছিল। ওই ধাপটি সিঁড়িটির বাকি ধাপগুলির থেকে একটু উচু। সেখানেই পা হড়কে পড়ে যান। প্রধানমন্ত্রীর আগেও অনেক পর্যটক ওই ধাপটিতে হোঁচট খেয়েছেন।

The post হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন মোদি, অটল ঘাটের সেই সিঁড়ি সংস্কার করছে প্রশাসন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement