সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণসভায় উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাল রাজ্য বিজেপি৷ সোমবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে আমন্ত্রণ জানিয়ে আসেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী তখন না থাকায় তাঁর বাড়িতে আমন্ত্রণ পত্র জমা দিয়েই ফিরে আসতে হয় এই শীর্ষ বিজেপি নেতাকে৷
[বিজেপির বিরুদ্ধে মন্তব্য, রাহুল-দিলীপের আক্রমণের শিকার অমর্ত্য সেন]
জানা গিয়েছে, এদিন বিকাল চারটে নাগাদ মুখ্যমন্ত্রীর বাড়িতে যান বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়৷ কার্ড ছাড়াও একটি বিশেষ চিঠি তুলে দেওয়া হয় রাজ্য বিজেপির পক্ষ থেকে। যদিও মুখ্যমন্ত্রী স্মরণসভায় উপস্থিত থাকবেন কিনা সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কোনও খবর পাওয়া যায়নি৷ আমন্ত্রণ সেরে বেরিয়ে প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানান, রাজনৈতিক রংকে দূরে সরিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণসভায় উপস্থিত থাকার জন্য সমস্ত দলের শীর্ষ নেতৃত্বকেই আমন্ত্রণ জানান হয়েছে৷ সেই নিয়ম মেনেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। কেবল বর্তমান মুখ্যমন্ত্রীই নন, বিজেপির আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম এভিনিউয়ের বাড়িতেও৷
[পঞ্চায়েত বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত রাজ্য, মমতার ক্ষোভের মুখে একাধিক মন্ত্রী]
পাশাপাশি, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণসভাকে ঘিরে সৌজন্যের নজির গড়ল রাজ্য সরকার৷ চলতি মাসের ২৯ আগস্ট মহাজাতি সদনে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণ সভার আয়োজন করেছে রাজ্য বিজেপি। সূত্রের খবর, সেই স্মরণসভায় জন্য রাজ্য বিজেপির কাছ থেকে মহাজাতি সদনের কোনও ভাড়া নেয়নি রাজ্য সরকার৷ ওই সভায় উপস্থিত থাকার জন্য সমস্ত দলের নেতাদেরই আমন্ত্রণ জানান হয়েছে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর৷ আগেই, আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসুকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন রাজ্য বিজেপি নেতারা৷ আমন্ত্রণ জানান হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিকেও৷
The post অটলের স্মরণসভায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ, মমতার কালীঘাটের বাড়িতে বিজেপি appeared first on Sangbad Pratidin.