shono
Advertisement

টালা ব্রিজে আটক ১০০০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি, গ্রেপ্তার দুই

ওড়িশা থেকে ডানলপ, বারাকপুর হয়ে উত্তর ২৪ পরগনার আরও ভিতরের দিকে যাচ্ছিল গাড়িটি৷ The post টালা ব্রিজে আটক ১০০০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি, গ্রেপ্তার দুই appeared first on Sangbad Pratidin.
Posted: 11:31 AM Mar 09, 2019Updated: 12:03 PM Mar 09, 2019

অর্ণব আইচ: খাস কলকাতার বুকে বিস্ফোরক বোঝাই একটি ম্যাটাডোর আটক করল কলকাতা পুলিশের এসটিএফ৷ শুক্রবার রাতে উত্তর কলকাতার টালা ব্রিজের উপর বিস্ফোরক ভরতি গাড়িটিকে আটক করেন এসটিএফের আধিকারিকরা৷ ইতিমধ্যেই গাড়ির চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতদের নাম ইন্দ্রজিৎ ভুই ও পদ্মলোচন দে৷ লালবাজার সূত্রে খবর, ধৃতদের আজই ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে৷ জেরার জন্য ধৃতদের হেফাজতে চাইবেন গোয়েন্দারা৷

Advertisement

[চাকরিপ্রার্থীদের অনশনের মধ্যেই বিজ্ঞপ্তি, মার্চেই হবে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং ]

জানা গিয়েছে, বিশেষ সূত্র মারফৎ আগেই এই বিস্ফোরক ভরতি গাড়িটির খোঁজ পান এসটিএফের গোয়েন্দারা৷ তাঁরা জানতে পারেন, ওড়িশা থেকে একটি বিস্ফোরক ভরতি গাড়ি কলকাতায় প্রবেশ করেছে৷ এবং উত্তর কলকাতা দিয়ে সেটি ডানলপের দিকে যাবে৷ গাড়িটিকে পাকড়াও করতে এরপরই ফাঁদ পাতেন গোয়েন্দারা৷ এবং শুক্রবার রাতে টালা ব্রিজের উপর ম্যাটাডোরটিকে আটক করেন তাঁরা৷ গাড়িটিতে তল্লাশি চালাতেই প্রকাশ্যে আসে বিপুল পরিমাণ বিস্ফোরক৷ ২৭টি বস্তায় প্রায় হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করেন এসটিএফের আধিকারিকরা৷ ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে গাড়ির খালাসি ও চালককে৷ ধৃতরা দু’জনেই ওড়িশার বাসিন্দা বলে খবর৷

[বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বাড়িতে মুকুল রায়, তুঙ্গে রাজনৈতিক জল্পনা]

এসটিএফ সূত্রে খবর, গাড়িটি ওড়িশা থেকে ডানলপ, বারাকপুর হয়ে উত্তর ২৪ পরগনার আরও ভিতরের দিকে যাচ্ছিল৷ এবং যে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল, তা বারুদ তৈরির কাজে লাগে৷ তবে কী উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে গাড়িটি এ রাজ্যে প্রবেশ করেছে, সেই প্রশ্নেরই উত্তর পেতে চাইছেন গোয়েন্দারা৷ গাড়ির চালক ও খালাসিকে জেরা করে এই সমস্ত প্রশ্নেরই উত্তর পেতে চাইছেন তাঁরা৷ জানা গিয়েছে, শনিবারই ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তুলবেন তদন্তকারীরা৷ সামনেই লোকসভা নির্বাচন, তার আগে এই বিপুল পরিমাণ বিস্ফোরক-সহ গাড়ি ধরা পড়ার বিষয়টিকে হামলা ভাবে নিচ্ছে না গোয়েন্দারা৷ এই ঘটনা প্রশাসনের চিন্তা কয়েক গুণ বাড়িয়ে দেবে বলেই মত ওয়াকিবহাল মহলের৷

The post টালা ব্রিজে আটক ১০০০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি, গ্রেপ্তার দুই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement