shono
Advertisement

হাতে শহিদ সন্তানের ছবি, এই মা তবু চান ভারতমাতার মঙ্গল হোক

মা তুঝে সালাম... The post হাতে শহিদ সন্তানের ছবি, এই মা তবু চান ভারতমাতার মঙ্গল হোক appeared first on Sangbad Pratidin.
Posted: 10:25 AM May 14, 2017Updated: 06:01 AM May 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শত্রুর বুলেট বুকে নিয়ে ছেলে চলে গিয়েছে এক দশকের উপর৷ এখন স্মৃতিটুকু সম্বল৷ আর সম্বল বলতে সন্তানের ছবি৷ হাতে সেই ছবি নিয়েই মাতৃ দিবসে বসে আছেন মা৷ চোখে চিক চিক জল৷ দৃষ্টিতে অনেকখানি শূন্যতা৷ তবু তার মধ্যেই যেন ঠিকরে পড়ছে আশার আলো৷ সন্তান চলে গেলে কোন মায়েরই বা ভাল লাগে! তবু তিনি চান, ভারতমাতার জন্য যে বীর জওয়ানরা কাজ করছেন তাঁদের ভাল হোক, দেশের ভালর জন্যই কাজ করুন তাঁরা৷

Advertisement

গিনেস বুকে নাম ভারতের ‘আদিযোগী’র আবক্ষ মূর্তির ]

ইনি শহিদ শিব সিং ছেত্রীর মা গীতা দেবী৷ ছোটবেলা থেকেই ছেলে ছিল লম্বা-চওড়া৷ খেলাধুলোয় চৌকস৷ স্বপ্ন ছিল সেনায় যোগ দেওয়ার৷ সে স্বপ্ন পূরণও হয়েছিল৷ ১৯৯৫ সালে ভারতীয় সেনার গোরখা রেজিমেন্টে যোগ দেন গোরক্ষপুরের শিব সিং৷ তারপর দেশের হয়ে লড়াইয়ের শপথ ও অঙ্গীকার রক্ষা৷ ছেলের স্বপ্ন পূরণে খুশি ছিলেন গীতা দেবীও৷ আজ ছেলের ছবির দিকে তাকিয়ে মন পড়ে যায় পুরনো সেই দিনের কথা৷ ছুটিছাটাতে বাড়ি এলে খুব হইহল্লা করতে ভালবাসতেন শিব৷ বন্ধুদের সঙ্গে দেদার আড্ডা দিতেন৷ কিন্তু একবার গিয়ে আর ফিরলেন না৷ শেষবার যাওয়ার আগে মাকে প্রণাম করার সময় গীতা দেবী আশীর্বাদ করে বলেচিলেন, ভাল থেকো৷ কিন্তু তখন কে জানত, আর ফের হবে না শিবের! ১৯৯৯ সালের ২২ আগস্ট খবর আসে শহিদ হয়েছেন শিব৷ কুপওয়াড়া সেক্টরে জঙ্গি হামলায় লড়াই চলাকালীন দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তিনি৷

তারপর কেটে গিয়েছে অনেকগুলো বছর৷ সন্তান হারানোর শোক তো মেটার নয়৷ গীতাদেবীর চোখের খাঁ খাঁ শূন্যতা যেন আজও সে কথাই মনে করিয়ে দেয়৷ তবু তো তিনি জওয়ানের মা৷ আর তাই সব শূন্যতার মধ্যে তিনিই দেখাতে পারেন আশার আলো৷ এক সর্বভারতীয় সংবাধমাধ্যমের তরফে যখন তাঁকে প্রশ্ন করা হয়, অন্যান্য জওয়ানের মায়েদের উদ্দেশ্যে তিনি কী বলবেন? গীতা দেবী জানান, কারও সন্তান চলে গেলে তো কেউ ভাল থাকে না৷ কিন্তু যাঁরা কাজ করছেন তাঁরা তো দেশের জন্যই কাজ করছেন? সায় দেন গীতাদেবী৷ নিজে সন্তান হারিয়েও তিনি চান ভারতমাতার ভালর জন্যই কাজ করুন দেশের বীর সন্তানরা৷

শহিদ জওয়ানের নামে জম্মু ও কাশ্মীরে স্কুলের নাম রাখল ভারতীয় সেনা ]

শহিদ শিব সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে তাঁর বাড়ির সংলগ্ন এলাকাতেই তৈরি হয়েছে মূর্তি৷ আজও মানুষ সেই মূর্তির সামনে দিয়ে যাওয়ার সময় শ্রদ্ধায় মাথা নোয়ান৷ সম্মান দেন ভারতের বীর শহিদকে৷ আর সেই সম্মান-সম্ভ্রম-সমবেদনার মধ্যেই শোক আর স্মৃতি আগলে জেগে থাকেন মা গীতা দেবী৷ গর্ব করে বলেন, ছেলে ছোটবেলা থেকেই খুব বাহাদুর ছিল৷ ছেলে বাহাদুর তো বটেই৷ আর যে মা শহিদ সন্তানের ছবি হাতে নিয়েও ভারতমাতার মঙ্গল চাইতে পারেন, তিনি ছাড়া সেই বীরের জননী আর কেইবা হতে পারেন!

 

The post হাতে শহিদ সন্তানের ছবি, এই মা তবু চান ভারতমাতার মঙ্গল হোক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার