সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ কলকাতার জোকার অভিজাত আবাসনে পথকুকুর ‘খুন’। বিষ খাইয়ে তাদের খুন করা হয়েছে বলেই অভিযোগ। এই ঘটনায় সরব পশুপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে তদন্তের দাবি পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের। তাঁর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবং দেবলীনাও।
গত শনিবার সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। তাঁর দাবি, জোকার অভিজাত আবাসনে পাঁচটি সারমেয়কে বিষ খাইয়ে খুন করা হয়। জোকার ওই আবাসনের কিছু আবাসিক আগে সারমেয় নিয়ে আপত্তি করেছেন বলেও অভিযোগ। নাম না করে ওই আবাসনে থাকা তৃণমূলের তারকা বিধায়কের কথা উল্লেখ করেছেন তিনি। এই ঘটনার তদন্তের দাবিতে সরব হয়েছেন পরিচালক।
[আরও পড়ুন: শার্টের উপরে স্পষ্ট স্তনবৃন্ত, সুজয়প্রসাদকে ব্রা কিনে দেওয়ার প্রস্তাব শ্রীলেখার!]
পরিচালককে সমর্থন করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। তথাগত মুখোপাধ্যায়ের পোস্টে কমেন্টের পাশাপাশি নিজেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ফেসবুকে লেখেন, “এনআরএস এবং ডায়মন্ড সিটির কাণ্ডের পর জেনেক্স ভ্যালি গণহত্যা। নানা মানুষের বাচ্চা নয়, রাস্তার নেড়ি কুত্তার বাচ্চা প্রত্যেকটা বাচ্চার মৃত্যুর হিসেব আমরা নেব। তৈরি থাক।” কোনও রাজনৈতিক নেতা-কর্মীরা তাঁর বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ করলেও, কিছু যায় আসে না বলেও দাবি করেন শ্রীলেখা।
সারমেয়প্রেমী হিসাবে অত্যন্ত পরিচিত দেবলীনা দত্ত। তিনিও সোশ্যাল মিডিয়ায় কুকুর ‘খুনে’র তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শ্রীলেখা মিত্রর ফেসবুক পোস্ট শেয়ার করে তিনি লেখেন, “মানুষের বাচ্চার এই পোস্ট মিস করো না। বিশেষ করে যারা ভয়ংকর নিকৃষ্ট বলে মনে করো কুকুর জাতীয় প্রাণীদের, তারা একটু দেখে নাও উন্নত মানব জাতীর উন্নত কীর্তিকলাপ। তোমাদের মৃত্যু ঠিক কেমনতর হতে পারে, তারও একটা আন্দাজ পাবে এই পোস্ট থেকে। আবারও বলছি কর্ম কাউকে ছাড়ে না।”