ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: কেন্দ্রের অনুরোধে সাড়া। বাংলার পর এবার গোটা দেশজুড়ে রেশন ধর্মঘট প্রত্যাহার। তবে আগামী ১৬ জানুয়ারি সংসদ অভিযান করবেন রেশন ডিলাররা। রামলীলা ময়দানের পরিবর্তে জমায়েত হবে যন্তরমন্তরে।
নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছিল রেশন ধর্মঘট(Ration Strike)। রেশন ধর্মঘটের ডাক দেয় অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার্স ফেডারেশন। ধর্মঘটের ফলে গোটা দেশে ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন দেশের অন্তত ৮১ কোটি মানুষ। গত ৫ জানুয়ারি, শুক্রবার মন্ত্রী রথীন ঘোষের আশ্বাসে বাংলায় রেশন ধর্মঘট প্রত্যাহার করেন ডিলাররা।
[আরও পড়ুন: ফের হামলার আশঙ্কা ইডির? এবার শক্তি বাড়িয়ে অভিযান]
এর পর গত মঙ্গলবার অর্থমন্ত্রকের সঙ্গে আন্দোলনকারীদের ভারচুয়াল বৈঠক হয়। ওই বৈঠকে অর্থমন্ত্রক জানায়, রেশন ধর্মঘটের ফলে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে শস্য বিলি ব্যাহত হচ্ছে। তাই ধর্মঘট তুলে নেওয়া হোক। অনুরোধে সাড়া দিয়ে গোটা দেশে রেশন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত। তবে ১৬ তারিখ সংসদ অভিযান হবে। যন্তরমন্তরেও জমায়েতের সিদ্ধান্ত রেশন ডিলারদের।