shono
Advertisement

দলকে না জানিয়ে কলেজে ঘেরাও নয়, ছাত্র নেতাদের কড়া বার্তা পার্থর

অনিয়ম প্রকাশ্যে আসলেই উপযুক্ত ব্যবস্থা, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর৷ The post দলকে না জানিয়ে কলেজে ঘেরাও নয়, ছাত্র নেতাদের কড়া বার্তা পার্থর appeared first on Sangbad Pratidin.
Posted: 08:42 PM Nov 04, 2018Updated: 08:43 PM Nov 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর পর দলের যুব ও ছাত্র সংগঠনের নেতৃত্বকে ডেকে কড়া ভাষায় ধমক দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ আজ, রবিবার তৃণমূল ছাত্র সংগঠনের নতুন কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মহাসচিব৷ বৈঠকে যুব ও ছাত্রদের কড়া দাওয়াই দেন তিনি৷ সাফ জানিয়ে দেন, দলের নির্দেশ ছাড়া কলেজে কলেজে অধ্যক্ষদের ঘেরাও করা যাবে না৷ আন্দোলনের নামে কলেজে বিশৃঙ্খলা কোনওভাবেই বরদাস্ত করবে না দল৷ নির্দেশ অমান্য হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ এমনকি, কলেজে সোশ্যালের নামে অশ্লীল নাচের আয়োজন করা যাবে না৷ সংগঠন বাড়াতে বন্ধুত্বের উপর গুরুত্ব বাড়ানোর নির্দেশ দেন পার্থ চট্টোপাধ্যায়৷

Advertisement

[অগ্নিমূল্য জবা, কালীর আরাধনায় মাথায় হাত পুজো উদ্যোক্তাদের]

কলেজে কলেজে ছাত্র ভরতির নামে তোলাবাজির বিরুদ্ধে এদিন সরব হন মহাসচিব৷ ভবিষ্যতের এমন কোনও অভিযোগ উঠলে দল যে ছেড়ে কথা বলবে না তাও সাফ জানিয়ে দেন৷ একই সঙ্গে ছাত্র নেতাদের আচার-আচরণেও সংযম আনারও পরামর্শ দেন পার্থবাবু৷ এদিন বৈঠক শেষে সংবাদমাধ্যমে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘ছাত্রদের সংগঠিত করতে হবে৷ ছাত্রদের সমস্যা, কলেজের সমস্যা, বিশ্ববিদ্যালয়ের সমস্যা, পঠন-পাঠন এই সমস্ত নিয়ে আমাদের আলোচনা হয়েছে৷ সংগঠন বাড়াতে আরও কী কী উদ্যোগ নেওয়া হয়, তা জনতে বিশেষজ্ঞদের আনানোর ব্যবস্থা করা হচ্ছে৷’’ এদিন তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটির সঙ্গে প্রথম বৈঠকে বসেন পার্থ চট্টোপাধ্যায়৷ ছাত্র পরিষদের নেতাদের পরবর্তী আন্দোলন কর্মসূচি সম্পর্কেও জানান তিনি৷

[নিরামিষ রান্নায় মিলল মাংসের হাড়, বিতর্কে শহরের রেস্তরাঁ]

এর আগেও কলেজে কলেজে অন্তর্কলহ ও ছাত্র ভরতির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার পর ছাত্র সংগঠনের পায়ে লাগাম টানতে প্রতিটি কলেজের ইউনিট সভাপতি ও জিএসদের ডেকে ক্লাস নেন দলের পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়ের মতো নেতারা৷ সেখানে কলেজ ধরে ধরে সংগঠনের নেতাদের সতর্ক করা হয়৷ সিদ্ধান্ত নেওয়া হয়, ছাত্র সংগঠনের রাশ থাকবে ছাত্রদের হাতেই৷ তুলে নিয়ে আসা হবে নতুন মুখ৷ শিক্ষায় দলবাজি ও শিক্ষকদের ঘেরাও রুখতেও দলীয় নেতা-কর্মীদের কড়া দাওয়াই দেন মহাসচিব৷

[ইডেন ম্যাচের জন্য আজ শহরে চলবে অতিরিক্ত মেট্রো-ট্রেন-বাস]

এদিনও নতুন কমিটির সঙ্গে প্রথম বৈঠকে বসে পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দেন, কলেজে টাকা নিয়ে ছাত্র ভরতি থেকে শুরু করে কোনওরকম অনিময় বরদাস্ত করবে না দল৷ অনিয়ম প্রকাশ্যে আসলেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও কড়া বার্তা দেন পার্থবাবু৷

The post দলকে না জানিয়ে কলেজে ঘেরাও নয়, ছাত্র নেতাদের কড়া বার্তা পার্থর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement