সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর পর দলের যুব ও ছাত্র সংগঠনের নেতৃত্বকে ডেকে কড়া ভাষায় ধমক দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ আজ, রবিবার তৃণমূল ছাত্র সংগঠনের নতুন কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মহাসচিব৷ বৈঠকে যুব ও ছাত্রদের কড়া দাওয়াই দেন তিনি৷ সাফ জানিয়ে দেন, দলের নির্দেশ ছাড়া কলেজে কলেজে অধ্যক্ষদের ঘেরাও করা যাবে না৷ আন্দোলনের নামে কলেজে বিশৃঙ্খলা কোনওভাবেই বরদাস্ত করবে না দল৷ নির্দেশ অমান্য হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ এমনকি, কলেজে সোশ্যালের নামে অশ্লীল নাচের আয়োজন করা যাবে না৷ সংগঠন বাড়াতে বন্ধুত্বের উপর গুরুত্ব বাড়ানোর নির্দেশ দেন পার্থ চট্টোপাধ্যায়৷
[অগ্নিমূল্য জবা, কালীর আরাধনায় মাথায় হাত পুজো উদ্যোক্তাদের]
কলেজে কলেজে ছাত্র ভরতির নামে তোলাবাজির বিরুদ্ধে এদিন সরব হন মহাসচিব৷ ভবিষ্যতের এমন কোনও অভিযোগ উঠলে দল যে ছেড়ে কথা বলবে না তাও সাফ জানিয়ে দেন৷ একই সঙ্গে ছাত্র নেতাদের আচার-আচরণেও সংযম আনারও পরামর্শ দেন পার্থবাবু৷ এদিন বৈঠক শেষে সংবাদমাধ্যমে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘ছাত্রদের সংগঠিত করতে হবে৷ ছাত্রদের সমস্যা, কলেজের সমস্যা, বিশ্ববিদ্যালয়ের সমস্যা, পঠন-পাঠন এই সমস্ত নিয়ে আমাদের আলোচনা হয়েছে৷ সংগঠন বাড়াতে আরও কী কী উদ্যোগ নেওয়া হয়, তা জনতে বিশেষজ্ঞদের আনানোর ব্যবস্থা করা হচ্ছে৷’’ এদিন তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটির সঙ্গে প্রথম বৈঠকে বসেন পার্থ চট্টোপাধ্যায়৷ ছাত্র পরিষদের নেতাদের পরবর্তী আন্দোলন কর্মসূচি সম্পর্কেও জানান তিনি৷
[নিরামিষ রান্নায় মিলল মাংসের হাড়, বিতর্কে শহরের রেস্তরাঁ]
এর আগেও কলেজে কলেজে অন্তর্কলহ ও ছাত্র ভরতির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার পর ছাত্র সংগঠনের পায়ে লাগাম টানতে প্রতিটি কলেজের ইউনিট সভাপতি ও জিএসদের ডেকে ক্লাস নেন দলের পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়ের মতো নেতারা৷ সেখানে কলেজ ধরে ধরে সংগঠনের নেতাদের সতর্ক করা হয়৷ সিদ্ধান্ত নেওয়া হয়, ছাত্র সংগঠনের রাশ থাকবে ছাত্রদের হাতেই৷ তুলে নিয়ে আসা হবে নতুন মুখ৷ শিক্ষায় দলবাজি ও শিক্ষকদের ঘেরাও রুখতেও দলীয় নেতা-কর্মীদের কড়া দাওয়াই দেন মহাসচিব৷
[ইডেন ম্যাচের জন্য আজ শহরে চলবে অতিরিক্ত মেট্রো-ট্রেন-বাস]
এদিনও নতুন কমিটির সঙ্গে প্রথম বৈঠকে বসে পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দেন, কলেজে টাকা নিয়ে ছাত্র ভরতি থেকে শুরু করে কোনওরকম অনিময় বরদাস্ত করবে না দল৷ অনিয়ম প্রকাশ্যে আসলেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও কড়া বার্তা দেন পার্থবাবু৷
The post দলকে না জানিয়ে কলেজে ঘেরাও নয়, ছাত্র নেতাদের কড়া বার্তা পার্থর appeared first on Sangbad Pratidin.