সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূমিকম্পের জেরে কেঁপে উঠল রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা। শুক্রবার ভোরের কম্পন প্রায় এক মিনিট স্থায়ী হয়। দিল্লি-সহ ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের (NCR) বহু এলাকাতেই ভূমিকম্প অনুভূত হয়। ভোর ৪.২৫ নাগাদ প্রথম কম্পন টের পান স্থানীয় বাসিন্দারা। ছড়িয়ে পড়ে আতঙ্ক।
ইউএস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট মোতাবেক, রিখটার স্কেলে এদিনের কম্পনের মাত্রা ৪.৯। ভূমিকম্পের উৎস হরিয়ানার গোহানায়, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে। আর একটি সূত্রের দাবি, ভূমিকম্পের উৎস হরিয়ানার রোহতকে, রিখটার স্কেলে কম্পনের মাত্র ৫। তবে ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। মেলেনি প্রাণহানির খবরও।
The post দিল্লিতে তীব্র ভূমিকম্প, আতঙ্কে বাসিন্দারা appeared first on Sangbad Pratidin.