সোমনাথ রায়, নয়াদিল্লি: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। নেপালে পরপর দুটি ভূমিকম্পের প্রভাবে কাঁপল রাজধানীও। নেপালে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬ ও ৬.২। ৫ কিমি দূরত্বের মধ্যে এই কম্পনের জেরই পড়ল দিল্লিতে।
জানা যাচ্ছে, এদিন দুপুর ২টো ২৫ মিনিটে প্রথম ভূমিকম্পটি (Earthquake) হয় নেপালে (Nepal)। দ্বিতীয় কম্পন হয় ২৬ মিনিট পরে, ২টো বেজে ৫১ মিনিটে।
দিল্লি পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আসা করি সকলেই নিরাপদে রয়েছেন। অনুগ্রহ করে বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় থাকুন। তবে আতঙ্কিত হবেন না। এলিভেটর ব্যবহার করবেন না। কোনও আপৎকালীন প্রয়োজনে ১১২ নম্বরে ফোন করুন।’
এদিকে কম্পন অনুভব করা গিয়েছে উত্তরপ্রদেশের লখনউ, হাপুর ও আমরোহাতেও। পাশাপাশি উত্তরাখণ্ডও কেঁপেছে ভূমিকম্পে। তবে এখনও পর্যন্ত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।