সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলেজের শৌচাগারে মেয়েদের ছবি লুকিয়ে তোলার অভিযোগে গ্রেপ্তার হল বেঙ্গালুরুর ২১ বছরের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। জানা গিয়েছে, ধরা পড়ার পর উলটে ছাত্রীদের খুনের হুমকি দিত সে। ভিডিওগুলো সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই কলেজ চত্বরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত।
ছাত্রীদের অভিযোগ, লুকিয়ে শৌচাগারে মেয়েদের ভিডিও তুলত অভিযুক্ত। ধরা পড়লে পালিয়ে না গিয়ে উলটে হুমকি দিত তাদের খুন করার। এর পরই বিতর্ক তুঙ্গে ওঠে। খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। অবশেষে পুলিশের জালে একুশ বছরের 'গুণধর'।
জানা গিয়েছে, বিষয়টি সামনে আসার পর কলেজের পঠনপাঠন বন্ধ হয়ে যায়। শয়ে শয়ে পড়ুয়া কলেজ চত্বরে এসে প্রতিবাদ-বিক্ষোভে শামিল হন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই পড়ুয়ার মধ্যে অপরাধমনস্কতা আগাগোড়াই ছিল। অন্য পড়ুয়াদের দাবি তেমনই। অভিযুক্তর ফোনে আটটি ভিডিও পাওয়া গিয়েছে। অন্য কোনও ভিডিও ডিলিট করা হয়েছে কিনা তাও দেখা হচ্ছে। এর সঙ্গে আর কেউ জড়িত কিনা দেখা হচ্ছে তাও।