shono
Advertisement

পড়ুয়াদের সঙ্গে স্থানীয়দের হাতাহাতি, উত্তেজনা লেকটাউনে

ছাত্রীকে যৌন হেনস্তা প্রতিবাদে সরব পড়ুয়া ও অভিভাবকরা৷ The post পড়ুয়াদের সঙ্গে স্থানীয়দের হাতাহাতি, উত্তেজনা লেকটাউনে appeared first on Sangbad Pratidin.
Posted: 06:01 PM Aug 21, 2018Updated: 06:31 PM Aug 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেকটাউনে একটি হিন্দি মিডিয়াম স্কুলের একাদশ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে ওই স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে৷ যার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই স্কুলের সামনে প্রতিবাদে বসে অন্যান্য পড়ুয়া ও অভিভাবকরা৷ তখনই স্থানীয় এক গোষ্ঠীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে তাঁরা৷ অভিযোগ, প্রতিবাদীদের মারধর করেছে স্থানীয় একদল দুষ্কৃতী৷ যাতে পিছন থেকে মদত দিয়েছে স্কুল কর্তৃপক্ষ৷ এরপরেই রণক্ষেত্র হয়ে ওঠে লেকটাউন৷

Advertisement

[মা ফ্লাইওভারে এবার দুর্ঘটনার কবলে খোদ নবান্নের শীর্ষ প্রশাসনিক কর্তা]

ঘটনার সূত্রপাত হয়, স্বাধীনতা দিবসের দিন৷ জানা গিয়েছে, ওই একাদশ ছাত্রীর উপরে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা চালাত ওই হিম্দি মিডিয়াম স্কুলেরই এক শিক্ষক৷ স্বাধীনতা দিবসের দিন একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানেও একই কাজ করার চেষ্টা করেন তিনি৷ কিন্তু ধরা পড়ে যান৷ এরপরেই, ওই শিক্ষকের বিরুদ্ধে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করে ওই ছাত্রী ও তাঁর পরিবার৷ তদন্ত শুরু করে পুলিশ৷ তাঁরা জানান, শিক্ষকের অভিযোগ প্রমাণিত হলে তাঁকে গ্রেপ্তার করা হবে৷

[অনলাইনে ‘লোভনীয়’ চাকরির টোপ, আধুনিক ধাঁচে প্রতারণা চক্র ফাঁস]

জানা গিয়েছে, মঙ্গলবার অভিযুক্ত শিক্ষকের বরখাস্তের দাবিতে স্কুলের সামনে ভিড় জমান অন্যান্য পড়ুয়া ও অভিভাবকরা৷ অভিযোগ, তখনই তাঁদের উপরে হামলা করে একদল দুষ্কৃতী৷ বেধড়ক মারধর করা হয় তাঁদের৷ শ্লীলতাহানি করা হয় মহিলাদের৷ এরপরেই উত্তেজিত হয়ে ওঠে লেকটাউন এলাকা৷ দুইপক্ষের বিবাদে কার্যত রণক্ষেত্র রূপ নেয় গোটা চত্বর৷ পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়৷ পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগ, তাঁরা অভিযুক্ত শিক্ষকের বরখাস্তের দাবিতে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে আসেন এবং তখনই তাঁদের উপরে হামলা চালান হয়৷ যাতে পিছন থেকে কলকাঠি নেড়েছে স্কুলে কর্তৃপক্ষ৷

The post পড়ুয়াদের সঙ্গে স্থানীয়দের হাতাহাতি, উত্তেজনা লেকটাউনে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement