shono
Advertisement

বেশি জল ব্যবহার করায় ছাত্রকে জুতো চাটাল বাড়ির মালিক

বেধড়ক মারধরও করা হয় অরুণাচলের ওই ছাত্রকে The post বেশি জল ব্যবহার করায় ছাত্রকে জুতো চাটাল বাড়ির মালিক appeared first on Sangbad Pratidin.
Posted: 05:12 PM Mar 11, 2017Updated: 11:42 AM Mar 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশি জল ব্যবহার করার ‘অপরাধে’ এক ছাত্রকে মারধর করার অভিযোগ উঠল বাড়ির মালিকের বিরুদ্ধে। অভিযোগ, ওই ছাত্রকে দিয়ে জুতো পর্যন্ত চাটায় বাড়ির কর্তা। পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত। তদন্ত শুরু করেছে পুলিশ। বেঙ্গালুরুর ঘটনা।

Advertisement

ফের বিমানবন্দরে হেনস্তার শিকার মহম্মদ আলি জুনিয়র

ডিসিপি (দক্ষিণ-পূর্ব) এম বি বোরালিনগাইয়া জানান, “অরুণাচল প্রদেশের এক ছাত্র অভিযোগ করেন, অতিরিক্ত জল ব্যবহার করার জন্য বাড়ির মালিক বেধড়ক মারধর করে তাঁকে। এমনকি জুতো পর্যন্ত চাটতে বাধ্য করা হয় ওই ছাত্রকে।”

ভাল খাবার-টিভির দাবিতে লস্কর জঙ্গির অনশন জেলে

বাড়ির মালিক হেমন্ত কুমারের নামে অভিযোগ দায়ের করেন ক্রাইস্ট ইউনিভার্সিটির ছাত্র হিগিও গান্তে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এম বি বোরালিনগাইয়া।

ভোটে হেরে ইভিএম-কে দুষলেন মায়াবতী

The post বেশি জল ব্যবহার করায় ছাত্রকে জুতো চাটাল বাড়ির মালিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement