shono
Advertisement

ছাত্রমৃত্যুতে ফের ব়্যাগিংয়ের তত্ত্ব! সিনিয়রদের অত্যাচারের বলি কাকদ্বীপের পড়ুয়া?

১৬ জুলাই মৃত্যু হয় ওই ছাত্রের।
Posted: 05:07 PM Aug 21, 2023Updated: 01:03 PM Aug 22, 2023

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মাসখানেক আগের ছাত্রমৃত্যুতে এবার ফের উঠে এল ব়্যাগিংয়ের তত্ত্ব। অভিযোগ, কোচিং সেন্টারে সিনিয়ররা ক্রমাগত মানসিক হেনস্তা করে দশম শ্রেণির ওই ছাত্রকে। যার জেরেই আত্মহত্যা। যাদবপুর (Jadavpur) নিয়ে শোরগোলের মাঝেই সরব ওই পড়ুয়ার পরিবার। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

Advertisement

বিষয়টা ঠিক কী? গত ১৬ জুলাই কাকদ্বীপের বাসিন্দা দশম শ্রেণির এক ছাত্রের আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ে। কাকদ্বীপ আদর্শ বিদ্যামন্দিরের ছাত্র ছিল সে। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তাঁর একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, এক সিনিয়রের পায়ে ধরে ক্ষমা চাওয়ার জন্য জোর করা হচ্ছে মৃত ছাত্রকে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরই আত্মঘাতী হয় সে। তবে বিষয়টা বুঝতেও পারেননি বাবা-মা।

[আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে ধারালো অস্ত্রের কোপ যুবকের, এলাকায় তুমুল চাঞ্চল্য]

ছাত্রের মৃত্যুর পর বন্ধুরা মৃতের বাবা-মাকে সেই ভাইরাল ভিডিও দেখায়। এরপর ন্যায় বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন মৃতার মা। কিন্তু কোনও লাভ হয়নি বলেই অভিযোগ। এসবের মাঝেই যাদবপুর কাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তারপরই ছেলের মৃত্যুর বিচার চেয়ে সরব হলেন ওই ছাত্রের মা-বাবা। তাঁদের অভিযোগ, ওই ছাত্রকে অপমান করা হয়েছিল। যার জেরে অবসাদে ভুগতে শুরু করে। যার পরিণতি আত্মহত্যা। মৃতের মায়ের আরজি, তদন্ত হোক তাঁর ছেলের মৃত্যুর। সুবিচার চান তাঁরা। এদিকে, পুলিশের দাবি ওই ছাত্রের মৃত্যুর পিছনে ছিল ত্রিকোণ প্রেম।

 

[আরও পড়ুন: চা বাগান দখল ঘিরে জমি মাফিয়া-আদিবাসী সংঘর্ষ, চোপড়ায় গুলিতে জখম ৬, তিরবিদ্ধ ২]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement