সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাসের মধ্যেই শিক্ষককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির এক পড়ুয়ার বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ঠিকমতো পড়াশোনার না করার করার জন্য অভিযুক্তকে বকেছিলেন ওই শিক্ষক। তাই এই কাণ্ড ঘটায় বছর ষোলোর কিশোরটি।
জানা গিয়েছে, শনিবার ঘটনাটি ঘটে অসমের শিবসাগর জেলায়। মৃত শিক্ষকের নাম রাজেশ বড়ুয়া বেজবড়ুয়া। একটি বেসরকারি স্কুলে তিনি রসায়ন পড়াতেন। একই সঙ্গে ম্যানেজমেন্টের কিছু দায়িত্বও সামলাতেন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ক্লাস চলাকালীন অভিযুক্ত ছাত্রকে পড়াশোনা নিয়ে বকাঝকা করেন তিনি। পরেরদিনকে বাবা-মাকে স্কুলে এসে দেখা করার কথাও বলেন। এর পর শনিবার ওই ছাত্র স্কুল ইউনিফর্মের বদলে অন্য পোশাকেই চলে আসে। যা দেখে রাজেশ বড়ুয়া তাকে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন। অভিযোগ বেরনোর সময় ছুরি বের করে তাঁকে এলোপাথারি কোপ মারতে থাকে ওই ছাত্র। রাজেশ বড়ুয়াকে ডিব্রুগড় হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
[আরও পড়ুন: বাবার স্কুটি থেকে জলভর্তি ড্রেনে পড়ে নিখোঁজ শিশু, তিনদিন পর উদ্ধার দেহ]
ঘটনার সময় ওই ছাত্রের কাণ্ড দেখে স্বাভাবিকভাবে হতবাক হয়ে যায় অন্যান্য পড়ুয়ারা। তাদের মধ্যেই একজন পুলিশকে জানায়, "এদিন সাধারণ পোশাকে ও স্কুলে এসেছিল। স্যার ওকে বকাবকি করেন, ক্লাস থেকে বেরিয়ে যেতে বলেন। তখন ও ছুরি বের করে স্যারের মাথায় আঘাত করে। তার পর কোপাতেই থাকে। রক্তাক্ত অবস্থায় আমাদের স্যার মাটিয়ে লুটিয়ে পড়েন। আমরা জানি না কীভাবে ও স্কুলে ছুরি নিয়ে এসেছিল।" ঘটনার তদন্ত জারি রয়েছে।