সুকুমার সরকার, ঢাকা: সরকারি চাকরিতে কোটা বাতিল দাবিতে উত্তাল ঢাকা! সরকারের বিরুদ্ধে পথে নেমেছেন শিক্ষার্থীরা। এই দাবি নিয়ে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্ররা প্রতিনিধি বৈঠক করছেন। তাঁদের দাবি, কোটা বিরোধী ইস্যু নিয়ে সংসদে আইন পাস না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বিক্ষোভ দেখানোর সময় পুলিশের সঙ্গেও ঝামেলা বাধে ছাত্রছাত্রীদের। পুলিশের গাড়িতে ভাঙচুর, হামলা এবং মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ। এই ঘটনাগুলোতে অভিযুক্ত হিসেবে অজ্ঞাতপরিচয় অনেক শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে।
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর মধ্যে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেন তাঁরা। তাঁদের এই কর্মসূচিতে গোটা দেশ থেকে রাজধানী ঢাকা অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, "গতকাল আন্দোলনে কুমিল্লা, চট্টগ্রাম, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইবোনদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে, টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে।"
[আরও পড়ুন: টানা ৬ ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টি, প্রবল বর্ষণে ডুবল ঢাকা]
বলে রাখা ভালো, গত ১০ জুলাই প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের নোটিস অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। একইসঙ্গে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলে আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
আজ, শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা কোনও ফাঁদে পা দিতে চাই না। আমরা কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চাই। আমাদের এক দফা দাবি নির্বাহী বিভাগের কাছে। আমরা সব গ্রেডের কোটা সংস্কারের কথা বলছি যেটা শুধু সরকারই হস্তক্ষেপ করতে পারে। সংসদে জরুরি অধিবেশ ডেকে আইন পাস করে কোটার সমস্যার সমাধান করতে হবে। তার আগ পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব।"
[আরও পড়ুন: ভারতের প্রভাব খর্ব করতেই ‘টোপ’! হাসিনার সফরে বাংলাদেশকে ১৬০০ কোটি বিনিয়োগ চিনের]
জানা গিয়েছে, গত ১১ জুলাই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আন্দোলনের কর্মসূচি ছিল। সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অজ্ঞাতপরিচয় ছাত্ররা জড়ো হয়। তার পর বিভিন্ন হলের সামনে দিয়ে প্রদক্ষিণ করে বিকেল ৪টের সময় স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকেন। আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন ও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে জলের বোতল, টেনিস বল ও ইটের টুকরো ছোঁড়া হয় বলেও অভিযোগ।