সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে ‘বিকশিত ভারতে’র স্বপ্ন দেখাচ্ছে, তুলে ধরছেন ‘ডিজিটাল ইন্ডিয়া’র কথা, সেখানে দেশে অভুক্ত থাকে ৬৭ লক্ষ শিশু। তাদের বয়স ৬ থেকে ২৩ মাসের মধ্যে। এমনই চাঞ্চল্যকর দাবি বিখ্যাত ‘দ্য ল্যানসেট’ জার্নালের নয়া প্রতিবেদনে। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর (PM Modi) অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদ।
ঠিক কী বলা হয়েছে রিপোর্টে? সেখানে সমীক্ষার তথ্য তুলে ধরে জানানো হয়েছে, সমীক্ষার নির্দিষ্ট ২৪ ঘণ্টার আগে এই শিশুদের ৮১ শতাংশ স্তন্যপান করার ব্যতিরেকে অতিরিক্ত খাদ্যও পেয়েছে। কিন্তু ওই ২৪ ঘণ্টায় তারা দুধ কিংবা কঠিন বা আধা-কঠিন কোনও ধরনের খাবার পায়নি। এই ‘জিরো ফুড’ শিশু (Zero food children) সংক্রান্ত দাবি কিন্তু মেনে নেয়নি কেন্দ্র।
[আরও পড়ুন: চাউমিন আনতে গিয়ে নিখোঁজ! একদিন পর উদ্ধার নাবালকের গলাকাটা দেহ, মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য]
ইতিমধ্যেই অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদের তরফে ‘স্বরাজ্য’ নামের এক পত্রিকায় সঞ্জীব সান্যাল ও আকাঙ্ক্ষা অরোরার দাবি, ওই রিপোর্টে যা দাবি করা হয়েছে সেখানে ভুয়ো তথ্য দেওয়া হয়েছে। তাঁরা লিখছেন, ‘জিরো ফুড চিলড্রেন’ এই শব্দবন্ধ একেবারেই ভ্রান্তদর্শী এবং স্রেফ মানুষের নজর কাড়ার জন্য ব্যবহৃত। সেই সঙ্গে তাঁদের দাবি, কংগ্রেস সরকারের আমলেও ২০১৩ সালে ল্যানসেট এমন ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানেও ‘জিরো ফুড চিলড্রেন’-এর মতো শব্দ ব্যবহার করা হয়েছিল। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে নয়া রিপোর্ট ঘিরে ছড়াল চাঞ্চল্য।