shono
Advertisement

Breaking News

জেলে থেকেও অধ্যক্ষ পরিষদের শীর্ষপদে সুবীরেশ! অপসারণে ‘সায়’ব্রাত্যর

সরকার কোনওরকম বেআইনি কাজ করবে না, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী।
Posted: 06:29 PM Jan 04, 2023Updated: 06:29 PM Jan 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে অধ্যক্ষ পরিষদের সভাপতির পদ থেকে সরতে চলেছেন সুবীরেশ ভট্টাচার্য! শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) সঙ্গে দেখা করার পর এমনটাই দাবি, অধ্যক্ষ পরিষদের সদস্যদের। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আইন অনুযায়ী যা হওয়া উচিত সেটাই হবে। সরকার বেআইনি কাজ করবে না।

Advertisement

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya) আপাতত জেলবন্দি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, জেল থেকেই তিনি নিয়ন্ত্রণ করছেন নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের কাজ। অধ্যক্ষদের দাবি, স্বাক্ষরহীন চিঠিতে নির্দেশ দেওয়া হচ্ছে। এমনকী দুর্নীতিতে অভিযুক্ত হওয়া সত্ত্বেও নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতি পদেও বহাল রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য।

[আরও পড়ুন: ফের কাঁটা প্রভাবশালী তকমা, কলকাতা হাই কোর্টে খারিজ অনুব্রত মণ্ডলের জামিনের আরজি]

অধ্যক্ষদের আরও অভিযোগ ছিল, ৬ বছর অধ্যক্ষ পরিষদের (All Bengal Principals Council ) কোনও নির্বাচন হয়নি। ২০১৯ সালে নতুন কমিটির নির্বাচন করার কথা ছিল। পূর্ববর্তী সম্পাদক ও সভাপতি সামান্য অজুহাতে নির্বাচন বন্ধ করে দেন। অধ্যক্ষদের বক্তব্য ছিল, “জেলবন্দি কেউ এত বড় সংগঠন পরিচালনা করবে সেটা হতে পারে না। আমরা চাই, উনি পদত্যাগ করুন।” অধ্যক্ষরা চাইছিলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি এবং সম্পাদক নিযুক্ত হোক। সেই দাবিতে বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দ্বারস্থ হন অধ্যক্ষরা।

[আরও পড়ুন: টেট পরীক্ষার্থীর কাছে ‘পর্ষদ’ থেকে ফোন, সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]

এদিন অধ্যক্ষ পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকের পর ব্রাত্য জানিয়েছেন, “এটা কাউন্সিলের নিজস্ব ব্যাপার। সরকারের ব্যাপার নয়। আমি বলেছি আইন অনুযায়ী যা হওয়া উচিত, সেটাই হবে। সরকার বেআইনি কাজ করবে না। নির্বাচন করে ওরাই সিদ্ধান্ত নেবেন কাকে রাখবেন। কাকে রাখবেন না।” বৈঠক শেষে অধ্যক্ষরা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী তাঁদের সব দাবি মেনে নিয়েছেন। সুবীরেশরা যে বেআইনিভাবে অধ্যক্ষ পরিষদের শীর্ষপদে আছেন, সেটাও মেনে নিয়েছেন শিক্ষামন্ত্রী। অধ্যক্ষরা জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অধ্যক্ষ পরিষদের নির্বাচন হবে। এবং নির্বাচনের মাধ্যমেই সুবীরেশ ভট্টাচার্যকে অধ্যক্ষ পরিষদের শীর্ষপদ থেকে সরানো হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement