shono
Advertisement

‘জীবনে এতটাই বড়লোক হতে চাই’, কাঁটা চামচ দিয়ে পান্তাভাত খেয়ে কটাক্ষের মুখে সুদীপা

এই প্রথমবার পান্তাভাত খেয়েছেন বলেই জানান তারকা।
Posted: 03:34 PM Jul 30, 2023Updated: 03:34 PM Jul 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের খানেক আগের কথা। অসমে গিয়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। সেখানেই প্রথমবার পেয়েছিলেন পান্তাভাতের স্বাদ। তা আবার খেয়েছিলেন কাঁটা চামচ দিয়ে। সোশ্যাল মিডিয়ায় সে ভিডিও আপলোড হতেই চাঞ্চল্য। তারকার সমালোচনায় মুখর নেটিজেনদের একাংশ।

Advertisement

ফেসবুক লাইভে সুদীপা প্রথমবার পান্তাভাত খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন। একটি বাটিতে পান্তাভাত। কাঁচা পিঁয়াজ, আলুমাখা নিয়ে খাচ্ছিলেন তারকা। কাঁটা চামচ দিয়ে প্রথম বাইট নিতেই মুগ্ধ হয়ে যান। সেই মুগ্ধতার কথা জানান ফেসবুকে। পরে আবার ‘কেটলি পিঠে’ খাওয়ার অভিজ্ঞতাও শেয়ার করেন।

[আরও পড়ুন: টলিপাড়ায় ‘নায়িকা সংঘাত’! সোহিনীর সঙ্গে বিবাদের জেরে শুটিং ছাড়লেন ক্ষুব্ধ তৃণা?]

অবশ্য সুদীপার এভাবে কাঁটা চামচ দিয়ে পান্তাভাত খাওয়া নেটিজেনদের একাংশ হজম করতে পারেনি। “বাঙালি হয়ে কখনও পান্তাভাত খায়নি? নাটক যতসব!”, “কাঁটা চামচে পান্তাভাত। কাঁহাসে আতে হ্যায় ইয়ে সব লোগ। এই উহু টা করবেন না তো অসহ্য লাগে শুনতে”, এমন মন্তব্য করা হয়েছে। একজন আবার লিখেছেন, “পান্তাভাত ফর্ক দিয়ে খেতে হয় আজ আমি জানলাম। গুড জব।”

এর মধ্যেই আবার একজন লেখেন, “জীবনে এতটাই বড়লোক হতে চাই যে, কাঁটা চামচ দিয়ে পান্তাভাত খেতে খেতে বলব – উমমম।” “পান্তাভাত কাঁটা চামচ দিয়ে খেয়ে আপনি ইতিহাস গড়লেন। সোনার অক্ষরে এই দিন এর নাম লেখা থাকবে”, এমন কথাও লেখা হয়।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় কিছু একটা পোস্ট সুদীপা করলেই, তা নিয়ে ট্রোলিং শুরু করে দেন নেটিজেনরা। কখনও খাবারের ডেলিভারি বয়কে নিয়ে বিতর্কে জড়িয়েছেন, আবার কখনও শাড়ি, গয়না নিয়েও বিতর্কে নাম জড়িয়েছে তাঁর, কখনও দুর্গাপুজোয় সুদীপার সাজ নিয়ে হইচই হয়েছে। এ নিয়ে অবশ্য বিশেষ মাথা ঘামাননি সুদীপা। নিজের কাজ নিয়েই ব্যস্ত তারকা।

[আরও পড়ুন: মাঝরাতে ‘রকি অউর রানি’ দেখতে সিনেমা হলে সৌরভ, রণবীর-আলিয়ার ছবি দেখে কী বললেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার