shono
Advertisement
Suhana Khan

'ব্রেক আপ করলাম!' সুহানার মন্তব্যে বিতর্কের ঝড়, কার সঙ্গে সম্পর্কে ছিলেন শাহরুখকন্যা?

Published By: Akash MisraPosted: 09:16 AM May 04, 2024Updated: 09:16 AM May 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোপনে প্রেম করছিলেন শাহরুখকন্যা সুহানা! কে ছিলেন তাঁর প্রেমিক? বলিউড জুড়ে এখন হাজার প্রশ্ন। কখন, কবে, কার সঙ্গে প্রেম করছিলেন শাহরুখকন্যা? তা নিয়ে এখন বিস্তর আলোচনা। আর এই আলোচনার নেপথ্যে, সুহানার এক ভিডিও।

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সুহানা খান তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে স্পষ্ট তিনি জানান, ''আমি ব্রেকআপ করে নিলাম।'' তা হঠাৎ এমন কেন বললেন সুহানা?

আসলে, সুহানা এই ভিডিওতে অনুরাগীদের গুগলি দিয়েছেন। স্পষ্ট বলেছেন তিনি এতদিন যে সাবান ব্যবহার করতেন, সেগুলোর সঙ্গে ব্রেকআপ করছেন। কারণ, তার জীবনে এখন এসেছে লাক্স!

বলিউডে পা দিয়েই একের পর এক চমক দিচ্ছেন শাহরুখকন্যা। বিগবাজেটের ছবিতে সইয়ের পাশাপাশি এবার জনপ্রিয় সাবান প্রস্তুত সংস্থা লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সুহানা। বহুবছর ধরে যে ব্র্য়ান্ড বলিউড ডিভাদের নতুন পরিচয় দিয়েছে। সেই লাক্সের এবার নতুন মুখ হলেন সুহানা। জানা গিয়েছে, সোমবার থেকে লাক্সের নতুন বিজ্ঞাপনের শুট শুরু করছেন শাহরুখকন্যা। তবে সুহানাই নয়, এর আগে শাহরুখকেও দেখা গিয়েছিল লাক্সের বিজ্ঞাপনে।

পরিচালক জোয়া আখতারের হাত ধরে ইতিমধ্যেই নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ ছবি দিয়ে হাতে খড়ি হয়েছে সুহানার। তবে তাঁর অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি। উলটে সুহানাকে ঘিরে নানা ট্রোল নজরে এসেছিল। তবে ওসবকে পাত্তা দেননি সুহানা বা শাহরুখ। শাহরুখকন্যার এখন মন নতুন ছবিতে।

[আরও পড়ুন: তৃণমূলের হয়ে ভোটের লড়াইয়ে শত্রুঘ্ন, বাবার পথে হেঁটে রাজনীতিতে আসবেন সোনাক্ষী? ]

প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা (Suhana Khan)। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই ছবি নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? ঘনিষ্ঠ সূত্রে খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন। প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

[আরও পড়ুন: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন উৎপলেন্দু, কেমন আছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে।
  • বলিউডে পা দিয়েই একের পর এক চমক দিচ্ছেন শাহরুখকন্যা।
Advertisement