shono
Advertisement

Breaking News

‘এত প্রকল্পের অর্থ আসবে কোথা থেকে?’, বাজেট নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিরোধীদের

'মমতার নেতৃত্বে এই সরকার রাজ্যকে ছাড়খার করেছে', কটাক্ষ সুজন চক্রবর্তীর।
Posted: 07:07 PM Feb 05, 2021Updated: 07:08 PM Feb 05, 2021

সংবাদ প্রতিদিন ব্যুরো: অন্তর্বর্তী বাজেট নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর একের পর এক প্রকল্প ঘোষণাকে ‘প্রহসন’ বলে কটাক্ষ করলেন তিনি। ভোট পেতেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এসব করছেন বলে দাবি করলেন সুজন চক্রবর্তী। 

Advertisement

শুক্রবার বিকেলে প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। সেখান থেকেই বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে তুলোধনা করেন তিনি। বলেন, “বর্তমানে অর্থনৈতিক যা পরিস্থিতি তাতে কীভাবে মুখ্যমন্ত্রী এতগুলি প্রকল্প ঘোষণা করলেন, এত কোটি টাকা বরাদ্দ করলেন জানি না। কোথা থেকে আসবে এত টাকা। সাধারণ মানুষ প্রকল্পের প্রহসন প্রত্যাখ্যান করবে বলেই আমার বিশ্বাস। এতদিন দুয়ারে সরকারে স্বাস্থ্যসাথী কার্ডের নামে মানুষকে বিভ্রান্ত করেছে সরকার। বলা হচ্ছে ১০ কোটি মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত পরিষেবা পাবে, অথচ বরাদ্দ সামান্য কিছু টাকা।” তাঁর কথায়, অশোকনগরের তেল উত্তোলনে কর্মসংস্থান থেকে শুরু করে দেউচা-পাচামি সবকিছুই কেন্দ্রের, কিন্তু রাজ্য নিয়োগের স্বপ্ন দেখাচ্ছে। যা ঠিক নয়।

[আরও পড়ুন: রাজ্যজুড়ে ৪৬ হাজার কিমি নতুন রাস্তা, পরিকাঠামো খাতে ব্যাপক বরাদ্দ মুখ্যমন্ত্রীর]

এদিন পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির প্রস্তাব প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীকে একহাত নেন শমীক। বলেন, “বহুদিন ধরে পার্শ্বশিক্ষকরা আন্দোলন করছেন। প্রায় একবছর ধরে প্রতিদিন বিকাশ ভবনের সামনে দেখছি ওনারা অবস্থান করছেন। আজ এতদিন পর মুখ্যমন্ত্রীর ওদের কথা মনে পড়ল।” বাজেট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বাম নেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেন, “অযথা প্রতিশ্রুতি দিচ্ছেন উনি। এটা কোনও বাজেটই নয়। ৫০ কোটি টাকার উপর ঘাটতি। উনি যা বলছেন সবই পরবর্তী ৫ বছরের জন্য। কিন্তু আপনি থাকবেন ২ মাস। আচমকা ভোটের আগে অনেক কিছু মনে পড়ছে। আগে কেন মনে পড়েনি।” মমতার নেতৃত্বে এই সরকার রাজ্যকে ছাড়খার করেছে বলেও তোপ দাগলেন তিনি।

[আরও পড়ুন: বাজেটে পার্শ্বশিক্ষকদের পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর, অবসরের সময় মিলবে ৩ লক্ষ টাকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement