shono
Advertisement

‘কাম রাঙা’চকোলেটের খোঁজে হন্যে টলিপাড়া!

নামেই শুধু চকোলেট! আসলে ব্যাপারটা কী? The post ‘কাম রাঙা’ চকোলেটের খোঁজে হন্যে টলিপাড়া! appeared first on Sangbad Pratidin.
Posted: 06:48 PM Sep 19, 2016Updated: 01:18 PM Sep 19, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নামেই শুধু চকোলেট! আসলে কিন্তু ওটা ফ্লেভার!

Advertisement


আর এহেন ‘কাম রাঙা’ চকোলেট ফ্লেভারের বাক্সেই লুকিয়ে যত রহস্য! যে রহস্যের কিনারা করতে হন্যে টলিপাড়া! ব্যাপারটা কী?


সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক সুমন মুখোপাধ্যায়ের ভাই সুজন মুখোপাধ্যায় পরিচালিত প্রথম ছবি ‘চকোলেট’। যে ছবির গল্পের কেন্দ্রে রয়েছে ‘কাম রাঙা’ নামে এক চকোলেট ফ্লেভারড কন্ডোমের বাক্স। তার মধ্যেই এক পুলিশের সোনার আংটি লুকিয়ে রেখেছে এক চোর। পুলিশ বেচারাকে সেই আংটি উপহার দিয়েছিল তার প্রেমিকা। তার পর?


গল্পের বাকিটুকু ক্লিক করে জেনে নিন নিচের ভিডিও থেকে। আপাতত একটু চোখ রাখা যাক ছবির অভিনেতা-তালিকায়। অনেক বছর পরে এই ছবির সৌজন্যে একসঙ্গে পর্দা ভাগ করে নিতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় আর রুদ্রনীল ঘোষ। পরমব্রত এই ছবির পুলিশ আর রুদ্রনীল চোর।


পরমব্রতর প্রেমিকার চরিত্রে দেখা যাবে পায়েল সরকারকে। এছাড়া কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, খরাজ মুখোপাধ্যায়, কমলিকা মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় নানা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে উতরে দিয়েছেন কমেডির মজা। জানা গিয়েছে, আসন্ন পুজোয় প্রেক্ষাগৃহের মুখ দেখবে চকোলেট।


তার আগে ছবির কয়েক ঝলক দেখে নিন আপনি!

The post ‘কাম রাঙা’ চকোলেটের খোঁজে হন্যে টলিপাড়া! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement