-
- ফটো গ্যালারি
- Sunil chhetri and indian football team are practicing for kuwait clash at salt lake stadium
সুনীল আবেগে ভাসছে কলকাতা! প্রস্তুতি তুঙ্গে কুয়েত ম্যাচের, দেখুন প্র্যাক্টিসের মুহূর্ত
জিতেই সুনীলকে বিদায় জানাতে চান সতীর্থরা।
Tap to expand
তিনি ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড। আর কদিন পরেই তাঁর নামের সঙ্গে যুক্ত হয়ে যাবে 'প্রাক্তন' শব্দটি। একই সঙ্গে ৬ জুন যুবভারতীতে কুয়েতকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে রাস্তা তৈরি করতে মরিয়া 'ব্লু টাইগাররা'।
Tap to expand
রাজারহাটের সেন্টার ফর এক্সেলেন্সের মাঠে অনুশীলনে নামল টিম ইন্ডিয়া। প্রতিপক্ষের মাঠে গিয়ে কুয়েতকে ১-০ গোলে হারিয়েছিল ইগর স্টিমাচের ছেলেরা। ঘরের মাঠেও জিতেই মাঠ ছাড়তে চাইবেন তারা।
Tap to expand
একই সঙ্গে সুনীলের 'লাস্ট ডান্স' এই ম্যাচ। জিতে ভারত অধিনায়ককে সম্মান জানাতে চান সতীর্থরা। তারই প্র্যাক্টিসে ডুবে সকলে।
Tap to expand
সুনীলের বিদায়ী ম্যাচে জয় উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ লাললিয়ানজুয়ালা ছাংতে। তাই 'মন খারাপ' নিয়েও দায়িত্বপালন করতে চান তিনি। কড়া নজর কোচ স্টিমাচেরও।
Tap to expand
এখনও ভারতীয় দলের হয়ে অভিষেক হয়নি ডেভিড লালহানসাঙ্গার। তিনি গত মরশুমে মহামেডান স্পোর্টিংয়ের হয়ে দারুণ ফুটবল খেলেছেন। জাতীয় শিবিরে সুনীলের সঙ্গে অনুশীলন করাটা স্বপ্নের মতো ডেভিডের কাছে।
Tap to expand
সামনেই বিদায়। অথচ আবেগের লেশমাত্র নেই তাঁর প্র্যাক্টিসে। এখনও একাগ্রতার সঙ্গে দৌড় থেকে স্ট্রেচিং সব জায়গাতেই বাকিদের টেক্কা দিচ্ছেন সুনীল।
Tap to expand
এখনও পর্যন্ত ভারত কোনওদিন বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে ওঠার কৃতিত্ব ছুঁতে পারেনি। কুয়েতকে হারালেও সামনে থাকবে কাতার। আছে পয়েন্টের অঙ্কও। তা সত্ত্বেও নিজেদের সেরাটা দিতে চাইবেন শুভাশিসরা।
Tap to expand
১৫০ ম্যাচে ৯৪ গোল রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু ফুটবল টিম গেম। তার জন্য প্রস্তুত সুনীল অ্যান্ড কোং।
Published By: Arpan DasPosted: 04:22 PM May 31, 2024Updated: 08:38 PM May 31, 2024
জিতেই সুনীলকে বিদায় জানাতে চান সতীর্থরা।