shono
Advertisement

‘এই কাজটা ধোনি করলে…’, রোহিতের নেতৃত্ব নিয়ে চাঞ্চল্যকর দাবি গাভাসকরের

ধোনির মতো কৃতিত্ব পান না অধিনায়ক রোহিত, বলছেন লিটল মাস্টার।
Posted: 01:13 PM May 26, 2023Updated: 01:36 PM May 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিনায়ক হিসেবে ঠিক যতটা কৃতিত্ব দাবি করতে পারতেন, ততটাই কি পান মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)? অনেকে মনে করেন, সাফল্য পেলেও অধিনায়ক হিসেবে রোহিত শর্মা তাঁর যথাযোগ্য সম্মান পান না। ক্যাপ্টেন হিসেবে যথার্থ মূল্যায়ন হয়নি রোহিতের।

Advertisement

লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে আকাশ মাধওয়ালকে দিয়ে বোলিং করিয়ে সাফল্য পেয়েছেন হিটম্যান। 

[আরও পড়ুন: ‘পকসো আইন ব্যবহার করে ফাঁসানো হচ্ছে, ওটা বদলে দেব’, হুমকি ব্রিজভূষণের]

 

ম্যাচে পাঁচ-পাঁচটি উইকেট নেন আকাশ। অখ্যাত অনামী আকাশকে দিয়ে বোলিং করিয়ে মাস্টারস্ট্রোক দেন রোহিত। অনেকের মতো ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকরও বলেন, আকাশকে দিয়ে বোলিং করানোর সিদ্ধান্ত যদি মহেন্দ্র সিং ধোনি নিত, তাহলে সবাই ধন্য ধন্য করতে শুরু করে দিত। কিন্তু রোহিত সেই আন্দাজে কৃতিত্ব পাননি।

সুনীল গাভাসকরের (Sunil Gabaskar) মতো কিংবদন্তি মনে করেন, অধিনায়ক হিসেবে যথাযোগ্য সম্মান পায়নি রোহিত। অধিনায়ক হিসেবে কিছুটা হলেও অবহেলিতই বলা যায় তাঁকে। ক্যাপ্টেন হিসেবে সঠিক মূল্যায়নও হয়নি রোহিতের। লিটল মাস্টার বলছেন, ”মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটা খেতাব জিতেছে রোহিত শর্মা। একটা উদাহরণ দেওয়া যাক। ওভার দ্য উইকেটে বল করে মাধওয়াল আউট করেন আয়ুষ বাদোনিকে। নিকোলাস পুরানকে বল করার সময় রাউন্ড দ্য উইকেটে চলে আসে। অনেক বোলারই এরকম কৌশল অবলম্বন করবে না। কারণ ওভার দ্য উইকেটে বল করে বোলার যদি ছন্দ পেয়ে যায়, তাহলে বোলার কিন্তু বাঁ হাতিকেও ওভার দ্য উইকেটেই বল করবে। বাঁ হাতি ব্যাটসম্যানের থেকে বল দূরে রাখারই চেষ্টা করবে বোলার। কিন্তু আকাশ রাউন্ড দ্য উইকেটে এসে দুর্দান্ত এক ডেলিভারিতে ফেরায় পুরানকে।”

ক্রিকেটমহল বলছে, তুষার দেশপাণ্ডের মতো এক অখ্যাত অনামী বোলারকে তুলেছেন ধোনি। অজিঙ্ক রাহানে, শিবম দুবের মতো ক্রিকেটারের পুনরাবির্ভাব ঘটেছে আইপিএলে। গাভাসকরের মতে, ধোনির নেতৃত্বে মাধওয়াল যদি এমন পারফরম্যান্স তুলে ধরত, তাহলে সব কৃতিত্ব ধোনিকেই দেওয়া হত। কিন্তু রোহিতের ক্ষেত্রে তেমনটা ঘটেনি। দেশের সর্বকালের সেরা ওপেনার বলেছেন, ”এটা যদি সিএসকে-র সঙ্গে ঘটত এবং ধোনি যদি অধিনায়ক হতো আকাশের, তাহলে ছবিটা বদলে যেত। সবাই বলতেন, ধোনিই ফাঁদ পেতে নিকোলাস পুরানকে আউট করেছে।”

[আরও পড়ুন: ‘নিলামে আমাকে কেউ কিনবে না’, কেন একথা বলেছিলেন ধোনি?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement