সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভ। তারই মধ্যে ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের জরুরি ভিত্তিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে আর জি কর সংক্রান্ত মামলায় নয়। অন্য একটি মামলার ভিত্তিতে আগামী ২৭ আগস্ট ওই ১৮ রাজ্যের মুখ্যসচিবকে শীর্ষ আদালত হাজিরার নির্দেশ দিয়েছে।
এই ১৮ রাজ্যের বিরুদ্ধে অভিযোগ, বারবার ডেডলাইন দেওয়া সত্ত্বেও দ্বিতীয় বিচারবিভাগীয় পে কমিশনের নির্দেশিকা কার্যকর করেনি তাঁরা। ওই জুডিশিয়াল পে কমিশনের রাজ্যের বিচারবিভাগের সঙ্গে যুক্তদের বেতন বৃদ্ধি, বকেয়া পেনশন এবং অবসরকালীন বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির সুপারিশ করেছে। কয়েকটি রাজ্য সেই নিয়ম কার্যকর করলেও ১৮টি রাজ্যে সেই নিয়ম কার্যকর হয়নি। তাতেই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট।
[আরও পড়ুন: মিলল সরকারি সিলমোহর, আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে কমলা হ্যারিস]
বৃহস্পতিবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সাফ জানিয়ে দিয়েছেন, আগামী ২৭ আগস্ট এই ১৮টি রাজ্যের মুখ্যসচিবকেই সশরীরে সুপ্রিম কোর্টে হাজিরা দিতে হবে। এর আগে বহুবার তলব করেও সাড়া মেলেনি। মুখ্যসচিবরা ভিডিও কনফারেন্সিংয়ে সুপ্রিম শুনানিতে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, আগামী শুনানিতে হাজিরা দিতেই হবে। না দেওয়া হলে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।
[আরও পড়ুন: অলিম্পিকের পরই ফের ‘বিদ্রোহী’ ভিনেশ, দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কুস্তিগিরের]
যে ১৮টি রাজ্য ও মুখ্যসচিবদের তলব করা হয়েছে তার মধ্যে রয়েছে বাংলাও। অন্য রাজ্যগুলি হল তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লি, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড, কেরল, বিহার, গোয়া, হরিয়ানা এবং ওড়িশা।