সোমনাথ রায়, নয়াদিল্লি: কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন নিয়ে বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। চলতি বছরের মধ্যেই এই নির্বাচন পর্ব শেষ করতে হবে। ৩১ ডিসেম্বর সর্বোচ্চ সময়সীমা। তার আগে অক্টোবরের মধ্যে স্ক্রুটিনি শেষ করতে হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন ঘোষণা হতে পারে। এই সমবায় ব্যাঙ্ক নির্বাচন নিয়ে বিস্তর আইনি জটিলতা ছিল। এবার তা কাটতে চলেছে শীর্ষ আদালতের (Supreme Court) নির্দেশে।
প্রায় তিন বছর কাঁথি (Contai) কো-অপারেটিভ ব্যাঙ্কে পরিচালন কমিটি নেই। স্পেশাল অফিসার নিয়োগ করেই আপাতত ব্যাঙ্ক (Co-operative Bank)চলছে। এই অবস্থায় ব্যাঙ্কে পরিচালন কমিটি গঠনের জন্য ভোটের দাবিতে কলকাতা হাই কোর্টে (Calcutta HC)মামলা হয়। সেই মামলায় উচ্চ আদালত ভোট করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়। সমবায় দপ্তরকে এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয়। ভোটার তালিকা প্রকাশ থেকে ভোটের বিজ্ঞপ্তি - সবটাই নির্ধারিত সময়ের মধ্যে করার নির্দেশ ছিল। সেইমতো সমবায় দপ্তর রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার নিয়োগ করে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে।
[আরও পড়ুন: আর জি করের অধ্যক্ষের পদত্যাগ নিয়ে মুখ খুললেন মমতা, কী বললেন?]
আসলে সমবায় ভোটে ভোটার তালিকা (Voter list) একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে প্রকাশ্যে তা টাঙাতে হয়। মৃত সদস্যদের নাম বাদ গেল কিনা, একজনের নাম দু’জায়গায় রয়েছে কিনা - এসব তথ্য যাচাই করা হয়। কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রতিনিধি নির্বাচনের জন্য গত ৭ জুন ফাইনাল ভোটার তালিকা ব্যাঙ্কের নোটিস বোর্ডে প্রকাশ করা হয়েছে।
[আরও পড়ুন: নীরজ চোপড়ার বায়োপিকে অভিনয় করুন শাহরুখ, আবদার সোনাজয়ী পাক জ্যাভলিন থ্রোয়ার নাদিমের]
এটি শহরের সমবায় ব্যাঙ্ক। এর অধীনে কোনও প্রাথমিক সমবায় সমিতি নেই। কলকাতা-সহ গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় মোট ১৪টি শাখা রয়েছে। এতে মোট ৮৪ হাজার সদস্য আছেন। তাঁরা প্রত্যেকে ভোটার। এই ১৪টি শাখায় একদিন করে ভোট হবে। সেই অনুযায়ী মনোনয়ন পর্ব (Nomination) জমা হয়েছে। কিন্তু তার পর ফের ভোট নিয়ে মামলা হয়। তা এবার সুপ্রিম কোর্টের দোরগোড়ায় গেলে নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিলেন বিচারপতিরা।