সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সুপ্রিম কোর্টের নির্দেশে মুখে হাসি ফুটল তিন ডান্স বারের মালিকদের৷ মহারাষ্ট্র সরকারের উদ্যোগে তৈরি নয়া আইনের গেরোয় সমস্যায় পড়ছিলেন মালিকরা৷ কিন্তু এদিন শীর্ষ আদালত জানিয়ে দিল, সিসিটিভি ছাড়াই তিনটি ডান্স বার চালানো যাবে৷ অর্থাৎ বার চালাতে এখনই নয়া আইন মানার প্রয়োজন নেই৷
মহিলা ডান্সারদের নিরাপত্তা ও শালীনতা বজায় রাখতে ডান্স বারগুলিকে বিশেষ কিছু নিয়ম বেঁধে দিতে উদ্যোগী হয়েছিল মহারাষ্ট্র সরকার৷ এই আইন অনুযায়ী কোনও ধর্মীয় বা শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ডান্স বার খোলার অনুমতি মিলবে না৷ কোনও ডান্স বারে মদ পরিবেশন করা যাবে না৷ রাত সাড়ে ১১ নাগাদ বার বন্ধ করতে হবে৷ বারে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে৷ তবে এসব মেনে নিতে রাজি হননি বারের মালিকরা৷ মহারাষ্ট্র সরকারের এই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনটি বারের মালিক৷ তাদেরই পুরনো আইন মেনে বার চালানোর অনুমতি দেওয়া হল৷
বুধবার মহারাষ্ট্র সরকারের আইনে গাফিলতির কথা উল্লেখ করে সুপ্রিম কোর্ট জানায়, ডান্স বারে মদ পরিবেশন বন্ধ না করে সরকারের বরং রাজ্যে মদ বিক্রি বন্ধ করে দিক৷ তাহলেই সমস্যা মিটবে৷ অন্যদিকে বারে আসা কাস্টমারদের প্রাইভেসি বজায় রাখতে সিসিটিভি ক্যামেরা বসাতে চান না বার মালিকরা৷ সেক্ষেত্রেও সুপ্রিম কোর্টের নির্দেশ, এখনই সিসিটিভি বসানোর প্রয়োজন নেই৷ মহারাষ্ট্র সরকারের আইনে আপাতত স্থগিতাদেশ জারি করা হয়েছে৷ মামলার পরবর্তী শুনানি নভেম্বরে৷
The post সিসিটিভি ছাড়াই চলবে মহারাষ্ট্রের তিন ডান্স বার appeared first on Sangbad Pratidin.