সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর কুরুচিকর ছবি সোশ্যাল সাইটে পোস্ট করার অভিযোগে ধৃত বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট, তবে বিশেষ শর্তসাপেক্ষে৷ সর্বোচ্চ আদালতের নির্দেশ, কৃতকর্মের জন্য প্রিয়াঙ্কাকে নিঃশর্তে ক্ষমা চেয়ে নিতে হবে৷ সূত্রের খবর, মঙ্গলবার শুনানির পর সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, ‘ক্ষমা চেয়ে নিতে কি কোনও সমস্যা আছে? আমরা ওনাকে ক্ষমা চাইতে বলেছি৷ বাকস্বাধীনতার অধিকারে সেখানেই ইতি টানতে হয়, যেখানে অন্যের জীবন, অন্যের অধিকার লঙ্ঘিত হচ্ছে৷’
[আরও পড়ুন : মেয়েকে ফাঁসানো হয়েছে, বিজেপি নেত্রীর গ্রেপ্তারিতে প্রশাসনকে কাঠগড়ায় তুললেন মা]
গত সপ্তাহে মেট গালার ব়্যাম্পে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মুখের উপর ফটোশপের মাধ্যমে মুখ্যমন্ত্রীর মুখ বসিয়ে, ছবি বিকৃত করে সোশ্যাল সাইটে পোস্ট করেছিলেন হাওড়া বিজেপির যুব মোর্চার নেত্রী বছর ছাব্বিশের প্রিয়াঙ্কা শর্মা৷ তার জেরে হাওড়া আদালতের নির্দেশে তাঁকে ১৪দিন জেল হেফাজতে থাকতে হচ্ছে৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০ (মানহানি), ৬৬এ (আপত্তিকর মেসেজ) ও জামিন অযোগ্য ধারা ৬৭ এ-তে মামলা দায়ের করা হয়েছে। প্রিয়াঙ্কার মা অভিযোগ তুলেছিলেন, মেয়েকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে৷ যুব মোর্চা নেত্রীর গ্রেপ্তারির পর এলাকায় বিক্ষোভ দেখান বিজেপি যুব মোর্চার সদস্যরা৷ সোমবার রাজ্য প্রশাসনের বিরোধিতা করতে গিয়ে কেন্দ্রের বিদায়ী মন্ত্রী মহেশ শর্মা প্রিয়াঙ্কার গ্রেপ্তারির তীব্র নিন্দা করেন৷ অভিযোগ তোলেন, রাজনৈতিক অভিসন্ধিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে প্রিয়াঙ্কার বিরুদ্ধে৷
[আরও পড়ুন : ভোটের আবহে শহরে ফের উদ্ধার জালনোট, গ্রেপ্তার ২]
মঙ্গলবার এনিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ছিল৷ সওয়াল করতে গিয়ে প্রিয়াঙ্কার আইনজীবী নীরজ কিষাণ কউল ওই বিকৃত ছবিকে ‘মিম’ বলে ব্যাখ্যা করে দাবি করেন, ‘মিম পোস্ট করার জন্য যদি ক্ষমা চাইতে হয়, তাহলে প্রত্যেক নাগরিককে প্রত্যেকের কাছে ক্ষমা চাইতে হয়৷ ছবি বিকৃত করা হয়নি৷’ সওয়াল-জবাবের পর বিচারপতিরা শতর্সাপেক্ষে প্রিয়াঙ্কা শর্মার জামিন মঞ্জুর করেন৷ তবে মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করার জন্য তাঁকে ক্ষমা চেয়ে নিতে হবে৷ ফলে আপাতত স্বস্তি মিলল হাওড়ার বিজেপি যুব মোর্চা নেত্রীর৷
The post চাইতে হবে ক্ষমা, শর্তসাপেক্ষে জামিন মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি পোস্টে ধৃত বিজেপি নেত্রীর appeared first on Sangbad Pratidin.