সোমনাথ রায়, নয়াদিল্লি: বগটুই কাণ্ডে জড়িত লালন শেখের রহস্যমৃত্যুর তদন্তে ভিনরাজ্যের পুলিশকর্তা নিয়োগ করা হতে পারে। সোমবার এমনই ইঙ্গিত দিল সুপ্রিম কোর্ট। মৃত্যুর কারণ যাই হোক সিবিআই এই ঘটনার তদন্ত করতে পারে না বলেই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। রাজ্য সরকার, রাজ্য পুলিশ এবং সিবিআইকে নোটিস জারি করেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ অক্টোবর।
বীরভূমের বগটুইয়ের ভাদু শেখকে তার বাড়ির সামনে খুন হতে হয়। খুনের সময়ও ভাদু লালন শেখের কাছেই ছিলেন। ভাদু খুনের পালটা বগটুই গ্রামে গণহত্যা চলে। এমনকি ঘটনার পরেরদিন সকালেও গ্রামে যেতে সাংবাদিকদের বাধা দেন লালন। ন’মাস পরে ৩ ডিসেম্বর ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার হন লালন। গ্রেপ্তারির ৯দিনের মাথায় সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয় লালনের। নিহতের স্ত্রীর দাবি, খুন করা হয় লালনকে। তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। সিবিআইয়ের সাত তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে রাজ্য পুলিশ।
[আরও পড়ুন: চারদিন পর অবশেষে অভিষেকের ধরনামঞ্চে হাজির তারকা-সাংসদ দেব]
ওই মামলার শুনানিতে সোমবার সুপ্রিম কোর্ট জানায়, অভিযুক্ত সিবিআই। সেক্ষেত্রে কী করে মামলার তদন্ত করবে সিবিআই, প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। তাই মামলার তদন্তভার অন্য কোনও রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকের নেতৃত্বাধীন একটি টিমকে দেওয়া যেতে পারে বলেই ইঙ্গিত আদালতের। রাজ্য সরকার, রাজ্য পুলিশ এবং সিবিআইকে নোটিস জারি করেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ অক্টোবর।