সোমনাথ রায়, নয়াদিল্লি: রাজ্যে বিনা অনুমতিতে সিবিআই (CBI) তদন্ত সংক্রান্ত মামলা ফের পিছিয়ে গেল। সলিসিটার জেনারেল তুষার মেহতা ব্যস্ত থাকায় এদিন শুনানি সম্ভব হয়নি। তিন সপ্তাহ বাদে ফের এই মামলার শুনানি হবে। এই নিয়ে ২৫ বার এই মামলাটির শুনানি পিছিয়ে গেল।
সেই ২০২০ সালেই রাজ্যে ইচ্ছামতো সিবিআই তদন্তের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র বা ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করে তৃণমূল (TMC) সরকার। যার ফলে আদালতের নির্দেশ না থাকলে রাজ্যে কোনও মামলা দায়ের করতে হলে সিবিআইয়ের অনুমতি প্রয়োজন হয়। তার পরও আদালতের নির্দেশে একের পর এক মামলায় এফআইআর করতে শুরু করেছে সিবিআই। যার প্রতিবাদে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছিল রাজ্য সরকার। রাজ্যের বক্তব্য ছিল, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট আইনে সিবিআইকে এফআইআর করার আগে রাজ্য প্রশাসনের অনুমতি নিতে হবে।
[আরও পড়ুন: প্রয়াত দেশের প্রবীণতম সাংসদ, ভুগছিলেন বয়সজনিত অসুখে]
গত প্রায় ৩ বছরে কেন্দ্র বনাম রাজ্যের বিবাদের এই মামলা বহু বার শুনানির জন্য তালিকাভুক্ত হলেও এক বারও শুনানি হয়নি। এই মামলার সর্বশেষ শুনানি ছিল গত ২১ ফেব্রুয়ারি। সেদিনও মামলাটি পিছিয়ে দেওয়া হয়। মঙ্গলবার ফের সেই মামলার শুনানি ছিল। কিন্তু এদিনও শুনানি হল না।
[আরও পড়ুন: মধ্যবিত্তের পাশে থাকার বার্তা, ন্যূনতম সরকারি হস্তক্ষেপের দাবি মোদির]
জানা গিয়েছে, এদিন সলিসিটার জেনারেল তুষার মেহতা ব্যস্ত ছিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৯ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের এক মামলায়। সেই কারণে বিচারপতি বি আর গভই (BR Gavai) ও বিচারপতি সন্দীপ মেহতার (Sandip Mehta) বেঞ্চে মঙ্গলবার শুনানি মুলতুবির আবেদন করেন চান কেন্দ্রের আইনজীবী তিন সপ্তাহ বাদে হবে শুনানি। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর থেকে এই নিয়ে ২৫ বার পিছিয়ে গেল শুনানি।