সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার শপথ নিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) দুই নতুন বিচারপতি। ফলে নয় মাস পরে ফের পূর্ণ শক্তি ফিরে পেল শীর্ষ আদালত। গত শুক্রবারেই কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju) দুই বিচারপতির নাম ঘোষণা করেছিলেন। কলেজিয়ামের সুপারিশ মেনেই রাজেশ বিন্দাল ও অরবিন্দ কুমারের নাম চূড়ান্ত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রসঙ্গত, শীর্ষ আদালতের বিচারপতি নিয়োগ ঘিরে একাধিকবার সংঘাতে জড়িয়েছে সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সরকার।
এলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও গুজরাট হাই কোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমার সোমবার শপথ নেন। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাঁদের শপথবাক্য পাঠ করান। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবেও কাজ করেছেন বিন্দাল। গত শুক্রবারই নতুন দুই বিচারপতির নাম প্রকাশ করা হয়। দু’দিন পরেই তাঁরা শপথ নিলেন। প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি একসঙ্গে পাঁচজন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নিয়েছিলেন।
[আরও পড়ুন: মেলায় ‘মত কি কুয়া’ ঘিরে গতির খেলা, নিয়ন্ত্রণ হারিয়ে উপর থেকে নিচে বাইক পড়ে আহত ১০]
দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলে এই পাঁচ বিচারপতির নিয়োগ ঘিরে। ডিসেম্বর মাসে পাঁচ বিচারপতিকে নিয়োগ করতে চেয়ে নাম সুপারিশ করেছিল কলেজিয়াম। এই প্রথা নিয়ে তুমুল বিরোধিতা শুরু করে সরকার। দীর্ঘদিন ধরে চলে আসা কলেজিয়াম প্রথা পালটানো উচিত বলে দাবি করেন রিজিজু। তিনি বলেন, বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় সরকারকেও শামিল করতে হবে।
তবে সংঘাতের পরেও কলেজিয়ামের সুপারিশেই সায় দেয় কেন্দ্র। দু’মাস কেটে যাওয়ার পরে পাঁচ বিচারপতির নামে শিলমোহর পড়ে। তবে নতুন দুই বিচারপতি নিয়োগে সেরকম সংঘাত দেখা যায়নি। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নতুন করে দুই নাম সুপারিশ করেন চন্দ্রচূড়। ১০ দিনের মধ্যেই তাঁদের নামে শিলমোহর দেন রাষ্ট্রপতি। সোমবার তাঁরা শপথ নেওয়ায় সুপ্রিম কোর্টে এখন সর্বোচ্চ ৩৪ বিচারপতির আসন পূর্ণ হয়ে গেল।