shono
Advertisement

২ হাজার নোট বদলে পরিচয়পত্র চেয়ে মামলা, দ্রুত শুনানির আরজি খারিজ করল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়।
Posted: 03:37 PM Jun 01, 2023Updated: 03:37 PM Jun 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ হাজার টাকার নোটের (2 Thousand Note) জনস্বার্থ মামলায় জরুরি শুনানির আরজি খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পরিচয়পত্র ছাড়াই পালটানো যাবে ২ হাজার টাকার নোট- রিজার্ভ ব্যাংকের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছিল দিল্লি হাই কোর্টে (Delhi High Court)। কিন্তু সেই আবেদন খারিজ করে আদালত। দিল্লি হাই কোর্টের এই রায়ের বিরোধিতা করেই মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। মামলাকারীরা জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানালেও বৃহস্পতিবার তা খারিজ হয়ে যায়।

Advertisement

রিজার্ভ ব্যাংকের তরফে নির্দেশিকা দিয়ে বলা হয়, কোনও পরিচয়পত্র বা বিশেষ ফর্ম ছাড়াই বদলানো যাবে ২ হাজার টাকার নোট। তারপরেই দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করেন বিজেপি নেতা আইনজীবী অশ্বিনী উপাধ্যায় (Ashwini Upadhyay)। তাঁর দাবি, কালো টাকার কারবারিদের ধরতেই ২ হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেখানে পরিচয়পত্র ছাড়া নোট জমা দিলে সরকারের উদ্দেশ্যই ব্যর্থ হয়। আবেদনে তিনি বলেন, “মাত্র তিনদিনে ৫০ হাজার কোটি টাকার নোট বদলানো হয়েছে। পৃথিবীতে এহেন ঘটনা ঘটেছে বলে মনে হয় না।”

[আরও পড়ুন: বাড়ির পাঁচিল নিয়ে বিবাদের জের, ভাইপোকে মেরে ঝুলিয়ে দিল কাকার পরিবার!]

এই নির্দেশের বিরোধিতা করে দিল্লি হাই কোর্টে আবেদন করেন বিজেপি নেতা। আবেদনে তিনি বলেন এমনভাবে নোট বদল হওয়া উচিত, যাতে কালো টাকা এবং অসামঞ্জস্যপূর্ণ সম্পদ চিহ্নিত করা যায়। পরিচয়পত্র ছাড়া যা সম্ভব নয়। আরও দাবি করেছেন, অধিকাংশ মূদ্রা হয় ব্যক্তিগত সিন্দুকে রয়েছে, নতুবা বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসবাদী, মাওবাদী, মাদক চোরাচালানকারী, খনি মাফিয়াদের মতো দুর্নীতিবাজদের কাছে মজুত রয়েছে”। অতএব, পরিচয়পত্র ছাড়া নোট বদল অবিলম্বে প্রত্যাহার করা উচিত। তবে সেই মামলা খারিজ করে দিল্লি হাই কোর্ট।

রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন উপাধ্যায়। সেই সঙ্গে তাঁর আরজি ছিল, এই মামলার দ্রুত শুনানি করুক শীর্ষ আদালত। সেই মতো বৃহস্পতিবার অবকাশকালীন বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। তবে সুধাংশু ধুলিয়া ও কেভি বিশ্বনাথন জানিয়ে দেন, “গরমের ছুটির সময়ে এই মামলার শুনানির প্রয়োজন নেই। অবকাশের পরে প্রধান বিচারপতির এজলাসে শুনানি শুরু হবে।”

[আরও পড়ুন: বায়রন বিশ্বাসের বিধায়ক পদ বাতিল হোক, বিধানসভার অধ্যক্ষকে চিঠি আইনজীবীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement