সোমনাথ রায়, নয়াদিল্লি: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal) বিরুদ্ধে তদন্তের অগ্রগতি কত দূর? তা জানতে এবার সিবিআইকে নোটিস দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই আর্জি খারিজ হয়ে যায়। এর বিরোধিতা করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত।
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে অনুব্রতর মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন কেষ্ট মণ্ডলের আইনজীবী ছিলেন বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহতগি। আদালতে অনুব্রত মণ্ডলের বক্তব্য, “এখনও পর্যন্ত পাঁচটি চার্জশিট ফাইল হয়েছে। গরু পাচার মামলায় একমাত্র আমিই জেলে রয়েছি। ১৪ মাস কাটিয়ে ফেলেছি। অথচ মূল অভিযুক্তও জামিন পেয়ে গিয়েছেন।” এর পরই বিচারপতি অনিরুদ্ধ বোস বলেন, “তদন্ত কতদূর এগিয়েছে, আমরা তা জানতে চাই। সিবিআইকে নোটিস পাঠাচ্ছি।”
[আরও পড়ুন: দুর্গাপুজোয় রাজ্যের ক্লাবগুলিকে অনুদান, ‘খয়রাতি কেন?’, হাই কোর্টে ফের মামলা]
গরু পাচার মামলায় প্রথমে সিবিআই ও ইডির হাতে গ্রেপ্তার হয়ে এখন দিল্লির তিহার জেলেবন্দি অনুব্রত, তাঁর কন্যা, প্রাক্তন দেহরক্ষী সায়গল, এনামুল হক এবং বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার। তবে অনুব্রত এবং তাঁর কন্যা সুকন্যা মণ্ডল ছাড়া আপাতত সকলেই জামিনে মুক্ত। এবার জামিন চেয়ে সুপ্রিম কোর্টে অনুব্রত।