সোমনাথ রায়, নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরদিনই খানিক স্বস্তির খবর পেলেন ওমর আবদুল্লা। যে দাবিকে সামনে রেখে ওমর আবদুল্লারা নির্বাচনে গিয়েছিলেন, সেই পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর পথে এক ধাপ এগোলো কাশ্মীর। উপত্যকার পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর মামলা শুনতে রাজি হয়ে গেল সুপ্রিম কোর্ট।
কাশ্মীরের কলেজ শিক্ষক জহুর আহমেদ সমাজকর্মী খুরশিদ আহমেদ মালিক, মামলাটি দায়ের করেছেন। তাঁদের দাবি, কেন্দ্র সরকার কাশ্মীরে দ্রুত পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর প্রতিশ্রুতি দিলেও সে নিয়ে এখনও কার্যকরী কোনও পদক্ষেপ করা হয়নি। তাই অবিলম্বে কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরা উচিত। বৃহস্পতিবার বিষয়টি সুপ্রিম কোর্টে উত্থাপন করেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মামলাটি শুনতে রাজি হয়েছেন।
আসলে ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদাও ছিনিয়ে নেয় কেন্দ্র। ৩৭০ নিয়ে কাশ্মীরের মানুষের মধ্যে যেমন ক্ষোভ রয়েছে, তেমনই ক্ষোভ রয়েছে পূর্ণরাজ্যের মর্যাদা হারানো নিয়েও। সেই ক্ষোভ প্রশমনের চেষ্টাও করেছে বিজেপি। ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে উপত্যকায় গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানো হবেই। কিন্তু কার্যক্ষেত্রে এখনও এ নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি।
এদিকে ওমর আবদুল্লা কাশ্মীরের নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েই কেন্দ্রকে বিশেষ মর্যাদা ফেরানোর দাবির কথা মনে করিয়েছেন। এমনকী, কংগ্রেস পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে সরকারে সরাসরি যোগ না দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসের বক্তব্য, দল ৩৭০ ধারা ফেরাতে বদ্ধপরিকর। সার্বিকভাবে পূর্ণরাজ্যের মর্যাদাকে ঘিরেই আবর্তিত কাশ্মীরের রাজনীতি। এরই মধ্যে সুপ্রিম কোর্ট এ সংক্রান্ত মামলা শুনতে রাজি হল।