সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা পাচ্ছে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। ৩৭০ ধারা বিলোপের বৈধতা নিয়ে মামলার রায় দিতে গিয়েই এই কথা জানাল সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে, কাশ্মীরে যত দ্রুত সম্ভব রাজ্যের তকমা ফিরিয়ে দিতে হবে। আগামী বছরের মধ্যেই সেখানে বিধানসভা নির্বাচন করতে হবে বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়াও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত বহাল রেখেছে শীর্ষ আদালত।
২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে কেন্দ্র। সেই সময়েই জানানো হয়েছিল, কয়েক বছরের মধ্যেই কাশ্মীরকে ফের রাজ্যের মর্যাদা দেওয়া হবে। কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবেই থেকে যাবে লাদাখ। কেন্দ্রের সেই সিদ্ধান্তকেই মান্যতা দিল শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সেরে ফেলতে হবে জম্মু-কাশ্মীর বিধানসভার নির্বাচন। তাছাড়া লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে গড়ে তোলার ক্ষেত্রেও সবুজ সংকেত দিয়েছে সুপ্রিম কোর্ট।
[আরও পড়ুন: ঠিক যেন সিনেমা! খুনের দায়ে জেলে, আইন পড়ে নিজের মুক্তি আদায় যুবকের]
উল্লেখ্য, ২০১৪ সালে শেষ বার বিধানসভা নির্বাচন হয়েছিল কাশ্মীরে। সেবার বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়ে পিডিপি। কিন্তু ২০১৮ সালে জোট ভেঙে বেরিয়ে আসে গেরুয়া শিবির। ফলে সরকার পড়ে যায় কাশ্মীরে। তার এক বছর পরেই কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয়। শুরু হয় কেন্দ্রের শাসন। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, দশ বছর পর ফের বিধানসভা নির্বাচন হতে চলেছে কাশ্মীরে। ২০২৪ সালের ৩০ অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে নির্বাচন। উল্লেখ্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, ৩৭০ ধারা বিলোপের অধিকার রয়েছে রাষ্ট্রপতির। এই সিদ্ধান্ত একেবারেই অসাংবিধানিক নয়। কারণ অস্থায়ী বন্দোবস্ত হিসাবেই সংবিধানে রাখা হয়েছিল ৩৭০ ধারা।
[আরও পড়ুন: সংসদ থেকে বহিষ্কার কাণ্ড: সুপ্রিম কোর্টে মামলা দায়ের মহুয়ার]