shono
Advertisement

Breaking News

সুপ্রিম কোর্টের নামেও ভুয়ো ওয়েবসাইট, চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য! জারি সতর্কতা

খোদ শীর্ষ আদালতই সতর্কতা জারি করেছে।
Posted: 12:12 PM Aug 31, 2023Updated: 12:56 PM Aug 31, 2023

সোমনাথ রায়, নয়াদিল্লি: এবার খোদ সুপ্রিম কোর্টের (Supreme Court) নাম ব্যবহার করে প্রতারণা! ভুয়ো ওয়েবসাইট তৈরি করে চুরি করা হচ্ছে আমজনতার ব্যক্তিগত তথ্য। এ নিয়ে সতর্কতা জারি করেছে খোদ শীর্ষ আদালতই।

Advertisement

জানা গিয়েছে, প্রতারকরা খোদ সুপ্রিম কোর্টের নামে জাল ওয়েবসাইট তৈরি করা হয়েছিল। যার URL হল //cbins/scigv.com এবং https://cbins.scigv.com/offence। এই ওয়েবসাইটগুলি দেখতে অবিকল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের মতোই। এর মধ্যে দ্বিতীয় URL-টিতে ক্লিক করলেই ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে।

[আরও পড়ুন: ‘আমরা সরকারে থাকলে ওঁকে ভারতরত্ন দিতাম’, বিগ বি’র সঙ্গে দেখা করে ফের দাবি মমতার]

শীর্ষ আদালতের তরফে সতর্কতা জারি করে বলা হচ্ছে, “এই ইউআরএলগুলিতে কেউ ক্লিক করে থাকলেও তারা যেন কোনওভাবেই ব্যক্তিগত কোনও তথ্য সেখানে শেয়ার না করেন। ব্যক্তিগত তথ্য শেয়ার করলে সেটাকে অসৎ উদ্দেশে কাজে লাগাতে পারে প্রতারকরা।” যদি কেউ এই ওয়েবসাইটগুলিতে ঢুকে থাকে, তাহলে তাদের সব পাসওয়ার্ড বদলে দেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে।

[আরও পড়ুন: জাতীয় রাজনীতিতে নয়া সমীকরণ! সোনিয়ার বাড়িতে রাহুলের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের]

দেশের শীর্ষ আদালত স্পষ্ট বলছ,”সুপ্রিম কোর্ট বা রেজিস্ট্রি কোনওভাবেই কারও ব্যক্তিগত কোনও তথ্য কখনও চায় না।” এই প্রতারণার খবর তদন্তকারী সংস্থাগুলিকেও দিয়েছে শীর্ষ আদালত। দ্রুত এই প্রতারকদের বিরুদ্ধে তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে চায় শীর্ষ আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement