সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি দৈত্য। কিন্তু ওয়ানডে ফরম্যাটে তাঁকে খুঁজে পাওয়া যায় না। তাঁকে কেউ চিনতেও পারেন না। ওয়ানডে ফরম্যাটে খেলতে নেমে সাফল্য পান না তিনি। সমালোচিত হন। রক্তাক্ত হন। তিনি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ভারতের তারকা ক্রিকেটার সম্পর্কে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন (Nasser Hussain) বলছেন, ”টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্য পাগলের মতো খেলে।”
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমারের দিকে চোখ থাকবে সবার। কনিষ্ঠ ফরম্যাটে অভিষেকের পর থেকেই সূর্য নিজেকে প্রতিষ্ঠা করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে নামলে কখন কী করতে হবে, তা বিলক্ষণ জানা সূর্যর। কিন্তু ওয়ানডে ক্রিকেটে ব্যাট করতে নামলে সূর্য বুঝে উঠতে পারেন না কী করতে হবে। সেই কারণে নাসের হুসেন বলছেন, ”টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্য পাগল।”
[আরও পড়ুন: ‘আব কি বার ৪০০ পার’, লোকসভায় নয়া স্লোগান বিজেপির!]
টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত পারফর্ম করার জন্য ২০২২ সালে আইসিসি-র ক্রমতালিকায় একনম্বর টি-টোয়েন্টি ব্যাটার হন সূর্য। হুসেন বলছেন, ”টি-টোয়েন্টিতে এই মুহূর্তে বিশ্বের নজরে সূর্যকুমার যাদব।”
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক আরও বলেন, ”এই ছেলেটা পাগল। মিস্টার ৩৬০-র ছোঁয়া রয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে এমন সব শট খেলে যা কল্পনাও করা যায় না। কিন্তু পঞ্চাশ ওভারের ক্রিকেটে ও বুঝতে পারে না কখন কী শট খেলতে হবে। টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্যকে দেখা একটা আনন্দ।” সূর্য কি শুনলেন নাসের হুসেনের কথা।