shono
Advertisement

স্মৃতিসৌধে বদলে যাবে সুশান্তের পাটনার বাড়ি, প্রয়াত অভিনেতার নামে ফাউন্ডেশনও

সুশান্তকে নিয়ে রইল একাধিক নতুন তথ্য। পড়ে নিন বিশদে। The post স্মৃতিসৌধে বদলে যাবে সুশান্তের পাটনার বাড়ি, প্রয়াত অভিনেতার নামে ফাউন্ডেশনও appeared first on Sangbad Pratidin.
Posted: 02:11 PM Jun 27, 2020Updated: 02:11 PM Jun 27, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর তিনটে মেয়ে। তখন বাবা-মায়ের একটাই মনোবাঞ্ছা- এবার কোল আলো করে একটা পুত্রসন্তান আসুক! তার জন্যে কী করেননি কৃষ্ণ কুমার সিং এবং তাঁর স্ত্রী! মানত চেয়েছেন। ঠাকুরের দরবারে হত্যে দিয়েছেন এই মর্মে যে- ‘একটা পুত্রসন্তান দাও’। ইচ্ছেপূরণও হয়েছিল। কিন্তু ঈশ্বরের সেই ‘আশীর্বাদ’ যে এভাবে হারিয়ে ফেলবেন তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি কৃষ্ণ কুমার সিংয়ের পরিবারের কেউই। একমাত্র আদরের ছেলেকে হারিয়ে তাই এবার সিদ্ধান্ত নিয়েছেন পাটনার বাড়িতেই তাঁকে জন্ম-জন্মান্তরের জন্য স্মরণীয় করে রাখবেন। কীভাবে? পৈতৃক ভিটেতেই তৈরি হবে সুশান্ত সিং রাজপুতের স্মৃতিতে একটি মেমোরিয়াল।

Advertisement

সুশান্তের নামে স্মৃতিসৌধ 

সেই স্মৃতিসৌধতেই রাখা হবে অভিনেতার প্রিয় জিনিসপত্র। সুশান্তের প্রাণপ্রিয় ৫০ লক্ষ টাকার সেই টেলিস্কোপও থাকবে, যেটা দিয়ে তিনি মাঝেমধ্যেই কাজের ফাঁকে দিনে একাধিকবার তাঁর চাঁদে কেনা জমির উপর চোখ রাখতেন। অবসরযাপনের সময় বই পড়তেও ভালোবাসতেন বইকী! মুম্বইয়ে তাঁর বান্দ্রার ফ্ল্যাটের একটা দেওয়ালজুড়ে শুধুই বই আর বই। জ্যোতির্বিদ্যাতেও তাঁর বরাবরের কৌতূহল ছিল। সেই বিষয়ক বইয়ের সংখ্যাও নেহাত কম ছিল না তাঁর কাছে। এরকমই প্রায় এক হাজার বই রাখা হবে সুশান্তের মেমোরিয়ালে। অভিনেতার ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্রও রাখা থাকবে। তাঁর শৈশব কেটেছে পাটনার (Patna) রাজীবনগরের যে বাড়িতে। সেই স্মৃতিমাখা বাড়িকেই সুশান্তের মেমোরিয়াল (Sushant Singh Rajput Memorial) হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তাঁর পরিবার।

সুশান্তের নামে ফাউন্ডেশন

শুধু তাই নয়, সুশান্ত যে বিভিন্নভাবে সমাজসেবাও করতেন, একথা কোনওদিনই সেভাবে প্রকাশ্যে আসেনি। কারণ, অভিনেতা সবটাই করতেন প্রচারের আড়ালে থেকে। প্রিয় ছেলের মৃত্যুর পরও যেন যে কাজ অব্যাহত থাকে, তাই প্রয়াত অভিনেতার নামে ‘সুশান্ত সিং রাজপুত ফাউন্ডেশন’ (Sushant Singh Rajput Foundation) তৈরি করার কথাও ভেবেছে পরিবার।

[আরও পড়ুন: ‘কে রিয়া?’ ছেলের প্রাক্তন প্রেমিকাকে চেনেনই না সুশান্তের বাবা]

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখবে পরিবার

উল্লেখ্য, দিন কয়েক ধরেই সুশান্তের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের (Sushant Singh Social Media Accounts) ফলোয়ারের সংখ্যা ওঠা-নামা নিয়ে সরগরম নেটদুনিয়া। সেই প্রেক্ষিতে জানানো হয়েছে যে এবার থেকে সুশান্তের যাবতীয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি দেখাশোনা করবে, তাঁরই পরিবারের সদস্যরা। একটাই উদ্দেশ্য- আদরের ছেলেকে অনুরাগীদের মাঝে বাঁচিয়ে রাখা।

যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টরকে জেরা

অন্যদিকে, আজই সুশান্ত মৃত্যুরহস্যের তদন্তের জন্য জেরা করা হবে যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মাকে। প্রসঙ্গত, অভিনেতার মৃত্যুর পর থেকেই সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কাজ কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপরন্তু, জানা গিয়েছে, সংস্থার কর্ণধার আদিত্য চোপড়া সুশান্তকে চুক্তিপত্রের অছিলায় অন্য কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে দেননি। যেখানে রণবীর সিং তাঁদের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও তাঁর ক্ষেত্রেও কোনওরকম বাধানিষেধ রাখেননি আদিত্য। কেন এই দ্বৈতাচার? প্রশ্ন তুলেছেন অনেকেই। সেসবের ভিত্তিতেই যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মাকে আজ জিজ্ঞাসাবাদ করছে বান্দ্রা পুলিশ।

[আরও পড়ুন: ‘বলিউড বহু প্রতিভাকে পিষে নষ্ট করেছে, গন্ডারের চামড়া বলে টিকে আছি’, বিস্ফোরক মনোজ বাজপেয়ী]

The post স্মৃতিসৌধে বদলে যাবে সুশান্তের পাটনার বাড়ি, প্রয়াত অভিনেতার নামে ফাউন্ডেশনও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement