সংবাদ প্রতিবেদন ডিজিটাল ডেস্ক: “রিয়া চক্রবর্তীই (Rhea Chakraborty) দীর্ঘদিন ধরে আমার ছেলেকে বিষ খাইয়ে এসেছে। ওই-ই খুনি”, এবার আরও একধাপ এগিয়ে সুর চড়ালেন সুশান্ত সিং রাজপুতের বাবা কেকে সিং।
বিষ খাওয়ানোর অভিযোগ তুলে এখানেই থেমে থাকেননি কেকে সিং। অবিলম্বে গ্রেপ্তারির দাবিও তুলেছেন। তাঁর সাফ মন্তব্য, “কোনওরকম দেরি না করেই যত দ্রুত সম্ভব রিয়া এবং তাঁর দলবল, যাঁরা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাঁদের গ্রেপ্তার করা উচিত পুলিশের।” প্রসঙ্গত, সম্প্রতি অভিনেতার পরিচারকের বিস্ফোরক স্বীকারোক্তি থেকে জানা যায় যে, সুশান্ত (Sushant Singh Rajput) মাদকাসক্ত ছিলেন। মাঝেমধ্যেই মাদক সেবন করতেন। সপ্তাহে ২ বার যখন পার্টি করতেন, তখন ওঁর ম্যানেজার স্যামুয়েল খোদ তাঁর জন্য জয়েন্ট রোল করতেন। এমনকী মৃত্যুর আগে পরপর তিন দিন মাদক সেবন করেছিলেন বলেও জানা গিয়েছে। এবার স্বাভাবিকভাবেই সেই অভিযোগের তীর গিয়েছে রিয়ার দিকে। রিয়াও মাদকাসক্ত ছিলেন বলে দাবি উঠেছে একাধিক জায়গা থেকে। উপরন্তু সুশান্তের চায়ে কোনও একটা ওষুধ চার ফোঁটা মেশাতেন রিয়া, এমনটাও শোনা গিয়েছে।
[আরও পড়ুন: চ্যানেলের টিআরপি’র কথা ভেবেই মহালয়ায় মিমিকে নেওয়া! বিতর্কে জল ঢাললেন কমলেশ্বর]
ইডি, সিবিআইয়ের পাশাপাশি এবার এই মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোও যোগ দিয়েছে। তিন তিনটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্তে নামায় একপ্রকার সাঁড়াশি চাপের মুখে রিয়া এবং তাঁর পরিবার। বৃহস্পতিবার সকাল থেকে ডিআরডিও গেস্ট হাউজে নারকোটিক্স বিভাগ জেরা করছে সিদ্ধার্থ পিঠানি, নীরাজ সিং ও রজত মেওয়াতিকে। ডাকা হয়েছে সুশান্তের বাড়ির ওয়াচম্যানকেও। ওদিকে সিবিআই গেস্ট হাউজে হাজির রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীও। তাঁর কতটা যোগ ছিল মাদকচক্রের সঙ্গে তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে তলব করেছে ইডি। কিছু নথিপত্র ও রিয়ার লকারের চাবি নিয়ে আসতে বলা হয়েছে তাঁকে। সান্তাক্রুজ পুলিশ স্টেশনে যান ইন্দ্রজিৎ। সিদ্ধার্থ পিঠানিকেও আবার জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। পাশাপাশি নারকোটিক্স বিভাগের কর্তারা মাদক ব্যবসায়ী গৌরব এরিয়ার খোঁজে গোয়ায় গিয়েছেন। গৌরবের সঙ্গে রিয়ার চ্যাট প্রকাশ্যে আসার পরই রিয়ার মাদক চক্রের সঙ্গে যোগের কথা জানা যায়। তবে গৌরবের ফোন বন্ধ রয়েছে। তাই গোয়াতে তাঁর একাধিক রেস্তোরাঁ ও বাড়িতে হানা দিচ্ছে এনসিবি কর্তারা। পুনেতে গৌরবের বাড়িতে এনসিবির অন্য একটি টিম গিয়েছে বলে জানা গিয়েছে। আর এসবের মাঝেই অতি সত্ত্বর রিয়ার গ্রেপ্তারির দাবি তুলেছেন সুশান্তের বাবা কৃষ্ণকুমার সিং ও দিদি শ্বেতা।
[আরও পড়ুন: NEET ও JEE স্থগিত রাখা হোক, পড়ুয়াদের হয়ে এবার সরকারের কাছে আবেদন সোনু সুদের]
The post ‘রিয়াই বিষ খাইয়েছে ছেলেকে, ও-ই খুনি!’, বিস্ফোরক দাবি সুশান্তের বাবার appeared first on Sangbad Pratidin.