অনিল আম্বানি থেকে ওয়াসিম আক্রম, রণদীপ হুডা, বিক্রম ভাট - দেখে নিন সুস্মিতার প্রেমিকদের
প্রায় একডজন পুরুষের সঙ্গে প্রেম করেছেন সুস্মিতা সেন।
Tap to expand
প্রেমে একেবারে ভরপুর সুস্মিতার জীবন। হাতে গুনলে সুস্মিতার জীবনে পুরুষ এসেছে বহুবার। কেউ হোটেলের মালিক, কেউ ছবির পরিচালক। বাদ পড়েননি ক্রিকেটারও। এত পুরুষ পেরিয়ে শেষমেশ ললিতের গলাতেই কি মালা দেবেন সুস্মিতা? একনজরে দেখা নেওয়া যাক সুস্মিতার প্রেমিকদের।
Tap to expand
সুস্মিতা ও রজত তারা- সুস্মিতা ও রজত তারা- তখন সুস্মিতার বয়স সতেরো কিংবা আঠারো। জীবনে প্রথম প্রেম আসে ব্যবসায়ী রজত তারার হাত ধরে। তখনও মিস ইউনিভার্স খেতাব জেতেননি। তবে এই প্রেম বেশিদিন টেকেনি।
Tap to expand
সুস্মিতা ও বিক্রম ভাট - সুস্মিতা তখন সবে বলিউডে পা রেখেছেন সুস্মিতা। 'দস্তক' ছবি দিয়েই যাত্রা শুরু। এই সিনেমার শুটিংয়ের মাঝেই সুস্মিতা মন দিলেন পরিচালক বিক্রম ভাটকে। শোনা যায়, সুস্মিতার জন্য নাকি ভেঙেছিল বিক্রমের সংসারও।
Tap to expand
সুস্মিতা ও রণদীপ হুডা- শুটিং চলছিল 'কর্মা অ্যান্ড হোলি' ছবির। সুস্মিতার বিপরীতে হ্যান্ডসাম রণদীপ হুডা। রণদীপের প্রেমে পড়লেন সুস্মিতা। প্রেম এমনই জমল, যে একসঙ্গে থাকতেও শুরু করেছিলেন দু' জনে। তবে শেষমেশ, এই প্রেমও টিকল না।
Tap to expand
সুস্মিতা ও সঞ্জয় নারাং-বিক্রম ভাটের সঙ্গে ব্রেক আপ হওয়ার পর এবং রণদীপ হুডার সঙ্গে প্রেমে পড়ার আগে খুব অল্প সময়ের জন্য হোটেল মালিক সঞ্জয় নারাংয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন সুস্মিতা। তবে সেই সম্পর্কও বেশিদিন গড়ায়নি।
Tap to expand
সুস্মিতা ও বান্টি সচদেব- বেশিদিন সিঙ্গল থাকতে পারেন না সুস্মিতা। তাই তো একের পর এক প্রেম। বিক্রম, রণদীপ, সঞ্জয় পেরিয়ে, সেলিব্রিটি ম্যানেজার বান্টি সচদেবের সঙ্গে সম্পর্কে জড়ান সুস্মিতা। সেই সম্পর্কও বেশিদিন টেকেনি।
Tap to expand
সু্স্মিতা ও ওয়াসিম আক্রম- পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে ছিলেন সুস্মিতা। ২০০৯ সালে একটি রিয়্যালিটি শো থেকে আলাপ দু' জনের। শোনা যায়, আক্রমের সঙ্গে নাকি গোপনে বিয়েও করেছিলেন সুস্মিতা!
Tap to expand
সুস্মিতা ও অনিল আম্বানি - সুস্মিতার জন্যই নাকি টিনা আম্বানিকে ডিভোর্স দেবেন বলে ঠিক করেছিলেন অনিল আম্বানি। তবে অন্য প্রেমগুলোর মতো অনিল আর সুস্মিতার প্রেমও বেশিদিন টেকেনি।
Tap to expand
সুস্মিতা ও মুদাস্সর আজিজ- শুধু পরিচালক বিক্রম ভাট নন, সুস্মিতার প্রেমে পড়েছিলেন পরিচালক মুদাস্সর আজিজও। তবে প্রেম জমে ওঠার আগেই ব্রেক আপ। সুস্মিতার প্রেমিকের তালিকায় ছিলেন সাবির ভাটিয়া, মানব মেননের মতো ব্যক্তিত্বরাও।
Tap to expand
সুস্মিতা ও রোহমান শল- বয়সে অনেক ছোট কাশ্মীরি মডেল রোহমান শলের প্রেমে পড়েছিলেন সুস্মিতা। একসঙ্গে থাকতেন তাঁরা। গত বছর এই প্রেমে ইতি টানেন সুস্মিতা নিজেই। আর এবার ললিত মোদির প্রেমেই হাবুডুব খাচ্ছেন এই বঙ্গললনা।
Published By: Akash MisraPosted: 01:05 PM Jul 15, 2022Updated: 04:43 PM Jul 15, 2022
প্রায় একডজন পুরুষের সঙ্গে প্রেম করেছেন সুস্মিতা সেন।